বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ভারতের দেওয়া ৩৯৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মোহাম্মদ শামির বোলিং তোপে মাত্র ৩৯ রান তুলতেই দুই ওপেনারকে হারায় নিউজিল্যান্ড। তবে তৃতীয় উইকেটে ড্যারেল মিচেল ও কেন উইলিয়ামসনের ১৮১ জুটিতে ঘুরে দাঁড়ায় কিউইরা। ভারতীয় বোলারদের ওপর চড়াও হয়ে মাত্র ৮৫ বলে শতক তুলে নেন মিচেল। তবে ইনিংসের ৩৩তম ওভারের এসে জোড়া উইকেট তুলে নেন শামি। ফেরান কেন উইলিয়ামসন ও টম লাথামকে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ৩৯ ওভারে চার উইকেটে ২৫৭ রান।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আগে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে চার উইকেটে ৩৯৭ রান সংগ্রহ করে ভারত। এতে কিউইদের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ৩৯৮ রান।
নিউজিল্যান্ডের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্র। রান তাড়া করতে নেমে শুরু থেকেই দেখেশুনে খেলতে থাকেন এ দুই ব্যাটার। এভাবে নির্বিঘ্নে ৫ ওভার কাটিয়ে দেন তারা।
তবে ষষ্ঠ ওভারের শুরুতেই কনওয়েকে রাহুলের তালুবন্দী করেন মোহাম্মদ শামি। সাজঘরে ফেরার আগে ১৩ করেন তিনি।
তার বিদায়ে ক্রিজে আসেন কিউই দলপতি কেন উইলিয়ামসন। এরপরই শামির পেসে পরাস্ত হয়ে রাহুলকে ক্যাচ দিয়ে ফেরেন রাচিন রবীন্দ্র।
পরে উইকেটে আসেন ড্যারিল মিচেল। তার সঙ্গে ১৮১ রানে জুটি গড়েন উইলিয়ামসন। সেই সঙ্গে অর্ধ শতক তুলে নেন কিউই দলপতি। ফিফটি স্পর্শ করতে তিনি খেলেছেন ৫৮ বল।
ম্যাচের ৩৩তম ওভারের প্রথম বলেই এক রান নিয়ে ওয়ানডে ক্যারিয়ারের ষষ্ঠ শতক তুলে নেন মিচেল। পরের বলেই স্কয়ার লেগে সূর্যকুমারের তালুবন্দী হন কিউই দলপতি। তাকে ফিরিয়েছেন শামি।
উইলিয়ামসনের বিদায়ে উইকেটে এসেই সাজঘরে ফেরেন টম লাথাম (০)। পরপর দুই উইকেট হারিয়ে চাপে পড়েছে কিউইরা।
পরে ক্রিজে আসেন গ্লেন ফিলিপস। তাকে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিচ্ছেন মিচেল।
একুশে সংবাদ/জাহা
আপনার মতামত লিখুন :