কোচিং প্যানেল ঢেলে সাজাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যেখানে প্রধান নির্বাচকের দায়িত্বে আছে দলটির সাবেক পেস তারকা ওয়াহাব রিয়াজ। আর দায়িত্ব পাওয়ার ক’দিনের মাথাতেই দ্বন্দ্বে জড়িয়েছেন পিসিবির এই কর্মকর্তা।
সম্প্রতি অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজের জন্য ১৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পিসিবি। যেখানে বাদ পড়েছেন পাকিস্তানি পেসার হারিস রউফ। এ স্কোয়াড ঘোষণার পরপরই প্রশ্ন ওঠে হারিস দলে নেই কেন? তখন দলের প্রধান নির্বাচক ওয়াহাব জানিয়েছেন, হারিস নিজেই খেলতে চাননি। তবে হারিসের ঘনিষ্ঠজন নাম প্রকাশ না করার সত্ত্বে নিশ্চিত করেছেন যে হারিস এভাবে কিছু বলেননি।
‘কাজের চাপ ও ইনজুরি শঙ্কার জন্য হারিস অস্ট্রেলিয়া সফর করতে চাননি। শেষ মুহূর্তে তিনি নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। যদিও হারিস শুরুতে এই সফরে খেলতে চেয়েছিলেন।’ সংবাদ সম্মেলনে এমনটিই জানান ওয়াহাব।
তিনি আরো বলেন, ‘রউফ ফিটনেস সমস্যা এবং কাজের চাপ নিয়ে উদ্বিগ্ন ছিলেন বলে জানিয়েছেন। তাকে দিনে ১০-১২ ওভার বোলিং করতে হবে সর্বোচ্চ। মোহাম্মদ হাফিজ ও আমি তার সঙ্গে বসেছিলাম। তাকে সবরকম সহায়তা করার চেষ্টা করেছি। আমরা তাকে বলেছিলাম সে সেখানে ভালো পারফর্ম না করলেও আমরা তা মেনে নেব।’
এদিকে সংবাদ সম্মেলনে ওয়াহাবের এমন অভিযোগ মানতে পারেননি হারিস। ইএসপিএন ক্রিকইনফোর এক প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াহাবের সঙ্গে তার আদান-প্রদান নিয়ে হারিসের দৃষ্টিভঙ্গি ভিন্ন।
হারিসের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, হারিস কখনই অস্ট্রেলিয়ায় টেস্ট ম্যাচে অংশ নেয়ার প্রতিশ্রুতি দেননি। তাই শেষ মুহূর্তে সফর থেকে সরে দাঁড়ানোর প্রশ্নই ওঠে না। তিনি ওয়াহাবকে ব্যাখ্যা করেছিলেন যে তিনি লাল বলের ক্রিকেটে খুব বেশি জড়িত ছিলেন না এবং সাদা বলের দক্ষতা এবং সামগ্রিক ফিটনেস উন্নত করার দিকে মনোনিবেশ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন।
খেলোয়াড় ও নির্বাচকের মধ্যে দ্বন্দ্ব বিগব্যাশ লিগে হারিসের খেলা নিয়ে একটি বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাকে বিগব্যাশ লিগে (বিবিএল) খেলার জন্য অনাপত্তি পত্র (নো অবজেকশন সার্টিফিকেট) দেওয়ার বিষয়ে অনিশ্চয়তা রয়েছে। প্রধান নির্বাচক ওয়াহাব এবং হারিসের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ থেকেই এই অনিশ্চয়তার সৃষ্টি।
অস্ট্রেলিয়া সফরের জন্য পাকিস্তানের টেস্ট স্কোয়াড-
শান মাসুদ (অধিনায়ক), ইমাম-উল হক, আমির জামাল, আব্দুল্লাহ শফিক, আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, হাসান আলী, খুরাম শাহজাদ, মীর হামজা, মোহাম্মদ রিজওয়ান, ওয়াসিম জুনিয়র, নোমান আলী, সাইম আইয়ুব, আগা সালমান, সরফরাজ আহমেদ, সৌদ শাকিল, শাহিন শাহ আফ্রিদি।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :