AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মুস্তাফিজুরকে ছেড়ে দিলো দিল্লি


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০২:১৩ পিএম, ২৭ নভেম্বর, ২০২৩

মুস্তাফিজুরকে ছেড়ে দিলো দিল্লি

আইপিএলের সবশেষ আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন মুস্তাফিজুর রহমান। এবার নিলামের আগে তাকে ছেড়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। মুস্তাফিজ ছাড়াও গেল আসরে দল পেয়েছিলেন সাকিব আল হাসান ও লিটন দাস। তাদেরও ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স।   

ছেড়ে দেওয়াদের তালিকায় পড়ে গেলেও আগামী ১৯ ডিসেম্বরের মিনি নিলামে দল পাওয়ার সুযোগ থাকছে টাইগার ক্রিকেটারদের। যদিও এই তিন ক্রিকেটারের পারফরম্যান্স বিবেচনায় নিলে বিষয়টা একটু কঠিন।
এদিকে মুস্তাফিজকে ছেড়ে দিয়ে তাকে নিয়ে নিজেদের ফেসবুক পেজে পোস্ট করেছে দিল্লি। মুস্তাফিজকে মিস করার কথা জানিয়ে তারা লিখেছে, ফিজি ২০২৪ সালে তোমাকে এবং তোমার এই হাসি মিস করবো।

দিল্লি ক্যাপিটালসের ছেড়ে দেওয়া ক্রিকেটারদের তালিকা-রাইলি রুশো, চেতন সাকারিয়া, রোভম্যান পাওয়েল, মনিশ পান্ডে, ফিল সল্ট, মুস্তাফিজুর রহমান, কমলেশ নাগরকোটি, রিপাল প্যাটেল, সরফরাজ খান, আমান খান, প্রিয়াম গার্গ।

দিল্লি ক্যাপিটালসের ধরে রাখা ক্রিকেটারদের তালিকা- রিশাভ পান্ট, ডেভিড ওয়ার্নার, পৃথ্বী শ, ইয়াশ ধুল, অভিষেক পোরেল, আক্সার প্যাটেল, ললিত যাদব, মিচেল মার্শ, প্রভিন দুবে, ভিকি অস্টওয়াল, আনরিখ নরকিয়ে, কুলদীপ যাদব, লুঙ্গি এনগিদি, খলিল আহমেদ, ইশান্ত শর্মা, মুকেশ কুমার।
একুশে সংবাদ/এস কে 

Shwapno
Link copied!