AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নারী আইপিএলের ড্রাফটে আছেন দুই বাংলাদেশি


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৪:০৭ পিএম, ২ ডিসেম্বর, ২০২৩
নারী আইপিএলের ড্রাফটে আছেন দুই বাংলাদেশি

নারী আইপিএলের আগামী মৌসুম শুরু হতে বেশিদিন বাকি নেই। এর আগে টুর্নামেন্টের ড্রাফটের জন্য ৬১ বিদেশির তালিকা প্রকাশ করেছে কর্তৃপক্ষ। যেখানে জায়গা করে নিয়েছেন দুই বাংলাদেশি ক্রিকেটার মারুফা আক্তার ও রাবেয়া খান।

শনিবার (২ ডিসেম্বর) নারী আইপিএলের দ্বিতীয় মৌসুমের ড্রাফটের তালিকা প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। যেখানে ভারতের ১০৪ জনসহ মোট ১৬৫ জন ক্রিকেটারের নাম প্রকাশ করেছে সংস্থাটি।

৬১ জন বিদেশির মধ্যে অস্ট্রেলিয়া থেকে সর্বোচ্চ ১৮ জন নাম লিখিয়েছেন। দ্বিতীয় সর্বোচ্চ ১৪ জন ইংল্যান্ডের। ৪ জন করে আছে ওয়েস্ট ইন্ডিজ ও নেদারল্যান্ডসের। সংযুক্ত আরব আমিরাত, স্কটল্যান্ড ও নিউজিল্যান্ড থেকে আছে ৩ জন করে।

এর বাইরে ২ জন করে আছে দক্ষিণ আফ্রিকা, আয়ারল্যান্ড, যুক্তরাষ্ট্র, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও বাংলাদেশের। হংকং থেকে নাম লিখিয়েছেন একজন। বাংলাদেশ থেকে নাম লেখানো দুজন হচ্ছেন- পেসার মারুফা আক্তার ও স্পিন অলরাউন্ডার রাবেয়া খান।

এর আগে ছেলেদের আইপিএলের আগামী মৌসুমের ড্রাফটে নাম লিখিয়েছে ৬ জন ক্রিকেটার। তালিকায় আছেন মুস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, মেহেদী হাসান ও তাসকিন আহমেদ।

গত আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে খেলেছিলেন লিটন কুমার দাস ও মুস্তাফিজ, দলে ছিলেন সাকিব আল হাসানও। দিল্লি ক্যাপিটালসের ছেড়ে দেয়া ফিজ এবারের নিলামে থাকলেও নাম নেই সাকিব ও লিটনের। নিলামের আগে কলকাতা নাইট রাইডার্স তাদের ছেড়েও দিয়েছে।

আগামী ৯ ডিসেম্বর মুম্বাইয়ে বসবে ২০২৪ আইপিএলের নিলাম।


একুশে সংবাদ/এস কে 

Shwapno
Link copied!