বিশ্বকাপ চলাকালে চেন্নাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে নাসুম আহমেদকে চড় মারার অভিযোগ ছিল বাংলাদেশের প্রধান কোচ হাথুরুসিংহের বিরুদ্ধে। তা নিয়ে গত বেশ কিছুদিন ধরেই সরগরম বাংলাদেশের ক্রিকেটাঙ্গন। অভিযোগ ওঠার পর এ বিষয়ে তার কোনো বক্তব্যও এতদিন পাওয়া যায়নি।
বাংলাদেশের বিশ্বকাপ পারফরম্যান্স নিয়ে চুলচেরা বিশ্লেষণ হওয়ার কথা। তদন্ত কমিটিও গঠন করা হয়েছে সাকিবদের ব্যর্থ মিশন নিয়ে। তবে এর মধ্যেই আলোচনায় আবারো নাসুমের চড় কাণ্ডে। যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
রোববার নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টেস্ট হারার পর গণমাধ্যমে মুখোমুখি হয়েছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন।
পাপন বলেন, ‘আমি আসলে অনুষ্ঠানটা দেখিনি। আমি তো জানি এটা ডাহা মিথ্যা, এরপর আর তো আমার কিছু বলার নাই। যে জিনিসটা আমি মিথ্যা, এটা নিয়ে কথা বলবো কেন। আমি কোনোদিনই শুনিনি এমন কিছু। আমি এ ধরনের কোনো কথাই শুনিটি একটা টিভিতে প্রচার করার আগে।’
এ ধরনের ঘটনায় ভুল তথ্য ছড়িয়ে পড়ে কি না এমন প্রশ্ন করা হয় বিসিবি সভাপতির কাছে। তিনি তখন বলেন, ‘আমি এটা তো বলতে পারবো না। এ প্রশ্ন আমাকে করাটা কঠিন।’
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :