AB Bank
ঢাকা শুক্রবার, ০১ নভেম্বর, ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফুটবলে নিষিদ্ধ হলো বিকেএসপি


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৭:৫৮ পিএম, ১০ ডিসেম্বর, ২০২৩
ফুটবলে নিষিদ্ধ হলো বিকেএসপি

বাংলাদেশের ক্রীড়াজগতের আঁতুড়ঘর বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানকে (বিকেএসপি) ফুটবলে নিষিদ্ধ করেছে বাফুফে। জালিয়াতির অভিযোগে বাফুফের ডিসিপ্লিনারি কমিটি এ শাস্তি দেয়। রোববার (১০ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বাফুফে জানায়, চলতি বছর তৃতীয় বিভাগ ফুটবল লিগের চ্যাম্পিয়ন চকবাজার কিংসের কয়েকজন ফুটবলার দ্বিতীয় বিভাগে বিকেএসপির হয়ে খেলেছেন। আবার বিকেএসপির কয়েকজন শিক্ষার্থী চকবাজার কিংসের হয়ে তৃতীয় বিভাগে অন্য নামে খেলেছেন। একই ফুটবলার দুই লিগে দুই নামে খেলার বিষয়টি বাফুফের নজরে আসে। এরপর বাফুফে সংশ্লিষ্ট খেলোয়াড়, কোচ ও কর্মকর্তার সঙ্গে আলোচনা করে দোষ খুঁজে পায়। তারপর বাফুফে ডিসিপ্লিনারি কমিটি নিজেদের সিদ্ধান্ত গ্রহণ করে।

বাফুফের ডিসিপ্লিনারি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, বিকেএসপির ফুটবল কোচ শাহীনুল হক এবং প্রশিক্ষক রবিউল ইসলামকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছে বাফুফে। একই সঙ্গে তাদের ২৫ হাজার টাকা করে আর্থিক জরিমানাও করা হয়েছে। নাম পরিবর্তনকারী তিন ফুটবলার নিজ নিজ দলের পক্ষে পরবর্তী ছয় ম্যাচ নিষিদ্ধ থাকবে। এছাড়াও বিকেএসপিকে ঘরোয়া ফুটবলে এক বছর নিষেধাজ্ঞার পাশাপাশি ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। 
 

একুশে সংবাদ/এস কে

Link copied!