২০২৪ বিশ্বকাপের আগে মাত্র ৬টি টি-টোয়েন্টি খেলার সুযোগ পাবে ভারত। তাই প্রতিটি ম্যাচ নিয়ে দলটির আগ্রহ অনেক বেশি। কিন্তু ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচটি ভেসে গেছে বৃষ্টিতে। তবে ম্যাচ পরিত্যক্তের বিষয়ে অন্য কারণও দেখছেন ভারতের সাবেক ক্রিকেটার সুনীল গাভাস্কার।
রোববার (১০ অক্টোবর) সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হওয়ার কথা ছিল ভারতের। কিন্তু বৃষ্টির কারণে খেলা মাঠে গড়ানোর আগেই পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।
এই ম্যাচ পরিত্যক্তের পেছনে বৃষ্টি ছাড়াও দক্ষিণ আফ্রিকার দায়িত্বে অবহেলা দেখছেন গাভাস্কার। তিনি বলেছেন, ‘যদি মাঠ ঢাকা না থাকে তাহলে বৃষ্টি থামার এক ঘণ্টার পরেও খেলা শুরু করা যাবে না। এই সমস্যাটিই হয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকার ম্যাচে।’
ক্ষোভ ঝেড়ে সুনীল গাভাস্কার বলেন, ‘প্রতিটি ক্রিকেট বোর্ড পর্যাপ্ত টাকা পেয়ে থাকে। যদি কেউ বলে, তারা পায় না। তাহলে তারা মিথ্যা কথা বলে। তারা (দক্ষিণ আফ্রিকা) হয়তো বিসিসিআইয়ের মতো বেশি টাকা পায় না। কিন্তু যথেষ্ট পায়, যা দিয়ে মাঠ ঢাকার মতো কাভার কেনা যায়।’
অতীতের প্রসঙ্গ টেনে ভারতীয় সাবেক এই তারকা বলেন, ‘ইংল্যান্ড বিশ্বকাপে অনেক ম্যাচই হয়নি। কারণ বৃষ্টির সময়ে পুরো মাঠ ঢাকা হয়নি। তাতে বৃষ্টি শেষ হলেও মাঠের বাকি অংশ ভেজা থাকায় খেলা গড়ায়নি। এতে করে দলগুলোকে পয়েন্ট হারাতে হয়েছে। কিন্তু সেগুলো থেকে কেউ শিক্ষা নেয়নি।’
একুশে সংবাদ/এসআর
আপনার মতামত লিখুন :