আবহাওয়া অফিস আগেই জানিয়েছিল, ভারত-দক্ষিণ আফ্রিকার মধ্যকার প্রথম টি-২০ ম্যাচে বৃষ্টি হতে পারে। ম্যাচের দিন সকাল থেকেই ডারবানের আকাশে ছিল মেঘের আনাগোনা। শেষ পর্যন্ত যা হওয়ার, হয়েছে সেটাই। টানা বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে ম্যাচটি। কোনো বল মাঠেই গড়াতে পারেনি।
রোববার (১০ ডিসেম্বর) ডারবানের কিংসমিডে বাংলাদেশ সময় রাত ৮টায় ভারত-দক্ষিণ আফ্রিকার মধ্যকার প্রথম টি-২০ ম্যাচ মাঠে গড়ানোর কথা ছিল। কিন্তু টসের আগেই শুরু হয় গুঁড়িগুঁড়ি বৃষ্টি।
টানা বৃষ্টির কারণে টসই করতে পারেনি দুই দলের অধিনায়ক। দুই ঘণ্টা অপেক্ষার পরও বৃষ্টি পড়তে থাকে ডারবানে। ফলে রাত ১০ টার দিকে প্রথম টি-২০ ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।
২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট অনুষ্ঠিত হবে টি-২০ বিশ্বকাপ। আসন্ন প্রতিযোগিতার আগে আর মাত্র ৫টি ম্যাচ খেলতে পারবে ভারত-দক্ষিণ আফ্রিকা। আগামী মঙ্গলবার পোর্ট এলিজাবেতের সেন্ট জর্জেস পার্কে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচ।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :