AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিশেষ বার্তা সম্বলিত জুতা পরে খাজাকে খেলতে মানা আইসিসির


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০১:৪০ পিএম, ১৩ ডিসেম্বর, ২০২৩
বিশেষ বার্তা সম্বলিত জুতা পরে খাজাকে খেলতে মানা আইসিসির

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের টেস্ট খেলতে প্রস্তুত অস্ট্রেলিয়া। এর মাঝে পার্থে প্রথম টেস্টে বিশেষ বার্তা সম্বলিত এক জোড়া জুতা পরে খেলতে চেয়েছিলেন উসমান খাজা। কিন্তু আইসিসি তাকে মানা করায় সেই জুতা পরে খেলা হচ্ছে না অস্ট্রেলিয়ার এই ওপেনারের।

মূলত ফিলিস্তিনিদের প্রতি সমর্থনে এই বিশেষ বার্তা সম্বলিত জুতা পড়তে চেয়েছিলেন খাজা। তার জুতায় লেখা ছিল ‘স্বাধীনতা একটি মানবাধিকার, প্রতিটি জীবনের মূল্য সমান’।

এই লিখা নিয়ে খাজা অস্ট্রেলিয়ার একটি গণমাধ্যমকে জানিয়েছিলেন, তিনি কোনো প্রতিবাদ করছেন না। তিনি শুধু মানবাধিকারের পক্ষে দাঁড়িয়েছেন। এমনকি আইসিসির কোনো নিয়ম ভাঙছেন না বলেও দাবি করেন খাজা।

এদিকে আইসিসির নিয়মানুযায়ী, অনুমতি ছাড়া ক্রিকেটার ও ম্যাচ অফিশিয়ালরা বার্তাসংবলিত কোনো পোশাক এবং সরঞ্জাম ব্যবহার করতে পারবেন না। খাজাকে এমন বার্তা সম্বলিত জুতা পরতে বারণ করে আইসিসি।

এ নিয়ে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স সংবাদ সম্মেলনে বলেন, ‘আমার মনে হয়, এটা আমাদের দলের শক্তিশালী দিক যে দলের প্রত্যেকের নিজস্ব মতামত ও ভাবনা আছে। আজ উজির (খাজা) সঙ্গে এই প্রসঙ্গে কথা বলেছি। আমি মনে করি না, তার এ নিয়ে কোনো হইচই করার উদ্দেশ্য ছিল। কিন্তু আমরা তার পাশে আছি।’

‘আইসিসি তাদের নিয়মের বিষয়টি সামনে এনেছে। এ নিয়ম উজি জানত কি না, তা আমি জানি না। সে খুব হইচই করতেও চায়নি। তার জুতায় লেখা ছিল, “প্রতিটি জীবনের মূল্য সমান”, আমার মনে হয়, এটা খুব বেশি বিভেদ সৃষ্টি করে না। মনে হয় না, খুব বেশি মানুষের এ নিয়ে অভিযোগ থাকত।’

এর আগে ২০১৪ সালে ইংলিশ ক্রিকেটার মঈন আলীকে, ‘সেভ গাজা, ফ্রি প্যালেস্টাইন’ রিস্টব্যান্ড পরায় নিষিদ্ধ করে আইসিসি। এ কারণে খাজা যখন এই জুতা পরে খেলার ঘোষণা দেন, তখন থেকেই এটা নিয়ে আলোচনা হয়।

 

একুশে সংবাদ/এস কে

Link copied!