AB Bank
ঢাকা রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কবে অবসর নিবেন জানালেন রাসেল


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৩:৩৪ পিএম, ১৪ ডিসেম্বর, ২০২৩
কবে অবসর নিবেন জানালেন রাসেল

দীর্ঘ দুই বছর পর ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন আন্দ্রে রাসেল। ফিরেই হয়েছেন ম্যাচসেরা। ক্যারিয়ারে অফ ফর্মের কারণে কখনোই দলের বাইরে ছিলেন না তিনি। মূলত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের প্রতি বেশি আকর্ষণ থাকায় জাতীয় দলে হয়েছেন অনিয়মিত।

এবার ফিরেছেন ঠিকই। তবে খুব বেশি দিন আর আন্তর্জাতিক ক্রিকেট চালিয়ে যাবেন না, এমনই আভাস দিয়েছেন রাসেল। নিজের অবসর প্রসঙ্গে তিনি বলেন, বিশ্বকাপটা আমার কেমন যায়, এর ওপর এটি (অবসর) নির্ভর করছে। এখনো অনেক কিছুই দেওয়ার আছে আমার।

এরপর তিনি বলেন, কোচের সঙ্গে আমার যে আলোচনা হয়েছে, আমি বলেছি যে বিশ্বকাপ শেষেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে যাব। তবে এরপরও যদি তাদের প্রয়োজন পড়ে আমাকে, তাহলে অবসর থেকে ফিরে আসব। এই পরিকল্পনাই আমার আছে আপাতত।

রাসেল আরো বলেন, আমাদের এত তরুণ প্রতিভা আছে... আমার মতোই অনেকে আছে। কখনো এই উপলব্ধি প্রয়োজন যে সামনেই বয়স ৩৬ হবে। তরুণদের তাই সুযোগ দেওয়া প্রয়োজন। তবে এরপরও যদি ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন পড়ে আমাকে, তাদের হয়ে ঘাম ঝরাতে আমি প্রস্তুত থাকব।

ধুঁকতে থাকা উইন্ডিজ ক্রিকেটে ফিরেই ইংল্যান্ডের বিপক্ষে জয় এনে দিয়েছেন রাসেল। টি-২০ ফরম্যাটের জন্যই ফিরিয়ে আনা হয়েছিল তাকে। আর ফিরে এসেই নিজের কার্যকারিতা যথাযথভাবে প্রমাণ করেছেন তিনি। বল হাতে ৩ উইকেট আর ব্যাট হাতে ২৯ রান করে দলের জয়ে মুখ্য ভূমিকা রাখেন এই অলরাউন্ডার।
 
একুশে সংবাদ/এস কে  

Link copied!