আজ মহান বিজয় দিবস (১৬ ডিসেম্বর)। দেশজুড়ে নানা আয়োজন আর উদযাপনের মধ্য দিয়ে পালিত হচ্ছে বিজয় দিবস। তবে বাঙালি জাতির গৌরবময় দিনটিতে দেশে নেই বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা।
তিন ম্যাচের ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলতে এখন নিউজিল্যান্ডে রয়েছে টিম টাইগার্স। রোববার ড্যানেডিনে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দল। এ লক্ষ্যে কঠোর অনুশীলনে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন টাইগাররা। তবে দেশ থেকে হাজার মাইল দূরে থাকলে কি হবে, বিজয় দিবসের কথা কি ভুলে যেতে পারেন বাংলার বাঘরা। আর তাইতো বিদেশ বিভূঁইয়ে থেকেও বিজয় দিবস উদযাপন করছেন শান্ত-তামিমরা।
শনিবার নিজেদের অফিশিয়াল ফেসবুকে পেইজে একটি ছবি শেয়ার করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই ছবিতে দেখা যাচ্ছে, বিজয় দিবসে বাংলাদেশের পতাকা হাতে ছবি তুলেছেন ক্রিকেটাররা।
শুধু ক্রিকেটাররাই নয়, তাদের পাশাপাশি সেখানে উপস্থিত ছিলেন দলের অপারেশন্স ম্যানেজার নাফিস ইকবাল। এছাড়া দলের কয়েকজন স্টাফও উপস্থিত ছিলেন। বিদেশি কোচদের অবশ্য দেখা যায়নি এই ফটোশুটে।
এদিকে মহান বিজয় দিবসে ক্রীড়াঙ্গনেও রয়েছে নানা আয়োজন। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রদর্শনী ম্যাচের আয়োজন করা হয়েছে। এছাড়া অন্যান্য ফেডারেশনও নিয়েছে নানা উদ্যোগ।
আগামী ১৭ ডিসেম্বর ড্যানেডিনে সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে নিউজিল্যান্ড-বাংলাদেশ। আর সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে মাঠে গড়াবে ২০ ও ২৩ ডিসেম্বর। প্রতিটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৪টায়।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :