দশ জনের দল নিয়েও স্বাধীনতা কাপের চ্যাম্পিয়ন হয়েছে বসুন্ধরা কিংস। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে মোহামেডানকে ২-১ গোলে হারিয়েছে দলটি। ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর্ণ এ প্রতিযোগিতার গত আসরের চ্যাম্পিয়ন দলও কিংস।
এদিন ম্যাচের ৪৮ মিনিটে দশ জনের দলে পরিণত হয় বসুন্ধরা কিংস। ৫০ মিনিটে মোহামেডান লিড নেয়। এক মিনিট পরেই সমতায় ফেরে কিংস। স্কোরলাইন ও খেলার গতি ইঙ্গিত দিয়েছিল অতিরিক্ত সময়ের।
তবে ৮২ মিনিটে ব্রাজিলিয়ান ডরিয়েল্টনের গোল সব কিছু পাল্টে দেয়। দারুণ এক সংঘবদ্ধ আক্রমণ থেকে বক্সের মধ্যে মিগুয়েলের বাড়ানো বল পান ডরিয়েল্টন। গোলরক্ষককে পরাস্ত করতে ভুল করেননি তিনি।
ম্যাচের বাকি সময় খেলার চেয়ে হাতাহাতি হয়েছে বেশি। দুই দলের খেলোয়াড়ই মেজাজ হারিয়েছেন। রেফারি বেশ কয়েকবার হলুদ কার্ড দেখিয়েছেন। তবে গোল কেউই করতে পারেননি।
গত মৌসুমে মোহামেডানের বিপক্ষে ফেডারেশন কাপের সেমিফাইনালে কিংস হেরেছিল ১-২ গোলে। পরের মৌসুমে কিংস আরেক টুর্নামেন্টে মোহামেডানকে সেই স্কোরলাইনে হারিয়ে মধুর প্রতিশোধ নিলো দলটি।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :