AB Bank
ঢাকা রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

টি-টোয়েন্টি বিশ্বকাপও শেষ এবাদতের


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৩:৫৭ পিএম, ২৬ ডিসেম্বর, ২০২৩
টি-টোয়েন্টি বিশ্বকাপও শেষ এবাদতের

অভিষেকের পর দ্রুতই নিজেকে জাতীয় দলের নির্ভরযোগ্য এক সদস্য হিসেবে পরিণত করেন এবাদত হোসেন। তাকে ছাড়া যেন স্কোয়াডই কল্পনা করা যেতো না। তবে দীর্ঘদিন ধরেই দলের বাইরে এ পেসার। সম্প্রতি তাকে নিয়ে এসেছে বড় এক দুঃসংবাদ।

আসন্ন ২০২৪ টি-২০ বিশ্বকাপে খেলা হচ্ছে না এবাদতের। হাঁটুর চোট থেকে পুরোপুরি সুস্থ না হওয়ায় এ সময় পুনর্বাসনের মধ্য দিয়ে যাবেন তিনি।

চলতি বছরের জুলাইয়ে আফগান সিরিজের দ্বিতীয় ওয়ানডে চলাকালে হাঁটুর চোটে পড়েছিলেন এবাদত হোসেন। যে চোট টাইগার এই পেসারকে বঞ্চিত করেছে এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপ থেকে।

আফগানিস্তানের ইনিংসের ৪২তম ওভারের তৃতীয় বলটি করার সময় লাফ দিতে গিয়ে আম্পায়ার গাজী সোহেলের কাঁধে বাড়ি খায় এবাদতের হাত। আর এমন ধাক্কা খেয়ে রানআপে নিজেকে ঠিকঠাক থামাতে পারেননি।

ফলে পেছন ঘুরে পড়ে যান মাটিতে, তখনই পায়ে আঘাত পান এবাদত। এরপর সেই পায়ে অপারেশনও করেছেন। তবে এখনো সুস্থ হতে পারেননি। তাই আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) খেলছেন না তিনি।

আজ (মঙ্গলবার) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তিনি জানিয়েছেন, আগামী বছরের আগস্টের দিকে মাঠের ক্রিকেটে ফিরতে পারেন এই পেসার।

উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে ২০২৪ টি-২০ বিশ্বকাপ আসর বসবে আগামী জুন মাসে।

প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, এশিয়া কাপ মিস করবেন তিনি। যদিও পরবর্তীতে জানা যায় অপারেশনের পর পুনর্বাসনের অংশ হিসেবে লম্বা সময়ের জন্য মাঠের ক্রিকেট থেকে বাইরে থাকতে হবে তাকে।

যে কারণে ছিটকে গিয়েছিলেন ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপ থেকেও। ভরাডুবির বিশ্বকাপে এবাদতের অভাব মিস করেছে বাংলাদেশ। এবার সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটের বিশ্ব আসরেও তাকে পাবে না টাইগাররা।

একুশে সংবাদ/এস কে

Link copied!