গত কয়েকবছর ধরেই নানা চমক দিয়ে আসছে ফুটবল ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। দলবদলের মৌসুম আসলেই একের পর এক তারকা ফুটবলারদের দলে ভিড়িয়ে আলোচনায় থাকছে ক্লাবটি। তবে এবার কোনো তারকা ফুটবলার নয়, ব্রাজিলের এক তরুণ তুর্কিকে দলে ভেড়াচ্ছে প্যারিসিয়ানরা।
ব্রাজিল অনূর্ধ্ব-২৩ দলের মিডফিল্ডার গাব্রিয়েল মোসকারডোকে দলে ভেড়ানোর দ্বারপ্রান্তে চলে এসেছে পিএসজি। এই তথ্য নিশ্চিত করেছেন ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো।
ইতালিয়ান সাংবাদিক রোমানো জানিয়েছেন, প্রাথমিক ভাবে এই চুক্তির জন্য ২০ মিলিয়ন ইউরোর সঙ্গে গাব্রিয়েলকে আরো ২ মিলিয়ন ইউরো বোনাস হিসেবে দিবে লিগ ওয়ান চ্যাম্পিয়নরা। চুক্তির সব বিষয় চূড়ান্ত করতে শিগগিরই প্যারিসে আসছেন মোসকারডো।
পিএসজিতে সম্প্রতি নাম লেখাতে যাওয়া দুইজন উদীয়মান ব্রাজিলিয়ানের মধ্যে অন্যতম হলেন মোসাকারডো। এর আগে সাও পাওলো থেকে লুকাস বেরালডোকে দলে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে পিএসজি।
গত আগস্টে পেশির ইনজুরিতে পড়ে মাঠের বাইরে চলে গিয়েছিলেন মোসকারডো। এবারের লিগে ২০ ম্যাচের ১৮টিতেই নিয়মিত একাদশে খেলে মোসকারডো নিজেকে প্রমাণ করেছেন। প্রতি ম্যাচে ট্যাকল ও ইন্টারসেপশনের দিক থেকে সতীর্থদের তুলনায় তিনি এগিয়ে ছিলেন।
এছাড়া ড্রিবলিংয়েও মোসকারডো সবাইকে ছাড়িয়ে গিয়েছিলেন। সম্প্রতি শেষ হওয়া ব্রাজিলিয়ান মৌসুমে করিন্থিয়ান্স টেবিলের ১৩তম স্থানে ছিল। শেষের দিকে ৯ পয়েন্টের মধ্যে সম্ভাব্য ছয় পয়েন্ট সংগ্রহ করেছিল তারা।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :