বিদায় নিয়েছে ২০২৩ সাল। বিদায়ী বছরে ব্যক্তিগত নৈপুণ্যে ভক্তদের মাতিয়ে রেখেছেন ফুটবলাররা। তবে পেছন থেকে কলকাঠি নেড়েছেন কোচরা। এ বছরের পারফরম্যান্সের বিচারে বর্ষসেরা কোচ বেছে নিয়েছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিসটিকস (আইএফএফএইচএস)।
ফুটবল মাঠের আনসাং হিরো বলা যায় কোচদের। আর দারুণ পারফর্মের কারণে বর্ষসেরা জাতীয় দলের কোচের পুরস্কার জিতেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। আর্জেন্টাইন এই কোচ সারা বছরে কেবল একটি ম্যাচেই হারের মুখ দেখেছিলেন। প্রতিদ্বন্দ্বীতায় পেয়েছেন ১৮৫ পয়েন্ট।
স্কালোনি পেছনে ফেলেছেন ১১২ পয়েন্ট পাওয়া ফ্রান্সের কোচ দিদিয়ের দেশমকে। মেসিরই সাবেক কোচ পেপ গার্দিওলা পেয়েছেন বর্ষসেরা ক্লাব কোচের পুরস্কার। ম্যানসিটিকে ট্রেবল জেতানোর সুবাদে বিশাল ব্যবধানে জয় পেয়েছেন তিনি।
এদিকে আইএফএফএইচএসের বিচারে ২০২৩ সালের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন আর্লিং হালান্ড। ২০২২ সালে তিন ক্যাটাগরিতে আইএফএফএইচএস পুরস্কার পেলেও এবার কোনো ক্যাটাগরিতেই মেসিকে পাওয়া যায়নি পুরস্কার বিজয়ী হিসেবে।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :