বিগত বছর প্রিমিয়ার লিগে বড় ট্রান্সফার মূল্যে নতুন ক্লাবে যোগ দেন অনেক ফুটবলার। কিন্তু প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স করতে না পারায় অন্যরকম চাপের মুখে এ সমস্ত ফুটবলাররা।এ অবস্থায় ২০২৩ সালের প্রিমিয়ার লিগের ফ্লপ একাদশ প্রকাশ করেছে ইএসপিএন। যেখানে শুধুমাত্র চেলসি থেকেই রয়েছেন ৪ ফুটবলার। এছাড়া ম্যানচেস্টার ইউনাইটেড, সিটি, টটেনহ্যামের ফুটবলাররাও রয়েছে সেই তালিকায়।
২০২৩ সালে এমন অনেক ফুটবলার রয়েছেন যারা ইনজুরির কারণে প্রায় পুরো বছরই মাঠের বাইরে ছিলেন। আবার অনেকে ফর্মহীনতায় জায়গা হারিয়েছেন একাদশে। চলতি বছর বাজে সময় পার করা সেসব ফুটবলাররা ২০২৪ সাল শুরু করতে চান নতুন উদ্যমে, নতুন স্বপ্ন নিয়ে।
২০২৩ সালের ফ্লপ একাদশ: আন্দ্রে ওনানা (ম্যানচেস্টার ইউনাইটেড), রিস জেমস (চেলসি), এরিক দায়ের (টটেনহ্যাম), জাসকো গাভারডিওল (ম্যানচেস্টার সিটি), মার্ক কুকুরেলা (চেলসি), এনজো ফার্নান্দেজ (চেলসি), কেলভিন ফিলিপস (ম্যানচেস্টার সিটি), ম্যাসন মাউন্ট (ম্যানচেস্টার ইউনাইটেড), এন্টনি ম্যাথিউস (ম্যানচেস্টার ইউনাইটেড), মার্কাস রাশফোর্ড (ম্যানচেস্টার ইউনাইটেড) , মিখাইল মুড্রিচ (চেলসি)।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :