AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

২০২৩ সালে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন ব্রুনো


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৪:৩৪ পিএম, ১ জানুয়ারি, ২০২৪
২০২৩ সালে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন ব্রুনো

গত বছর পুরুষ ফুটবলে তেমন একটা বড় কোন আন্তর্জাতিক টুর্নামেন্ট ছিল না। কিন্তু তারপরও ইউরোপীয়ান শীর্ষ পাঁচ লিগের খেলোয়াড়রা সারা বছর জুড়ে অনেক ম্যাচ খেলেছেন।

ফুটবলারদের মধ্যে ৫০জনেরও বেশি খেলোয়াড় ক্লাব ও দেশের হয়ে সাড়ে চার হাজার মিনিটেরও বেশি সময় মাঠে ছিলেন। যা পুরো ৯০ মিনিটের ম্যাচের হিসেবে ৫০টির সমান। তাদের মধ্যে কয়েকজন আবার ৫ হাজার মিনিটেরও বেশি ম্যাচ খেলেছেন।

তবে ধারাবাহিকতা ও ফর্মের দিক থেকে একজন সবাইকে ছাড়িয়ে গেছেন। তিনি পর্তুগাল ও ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেস। ২৯ বছর বয়সী এই ফুটবলার একমাত্র খেলোয়াড় হিসেবে ২০২৩ সালে ৭০টিরও বেশি ম্যাচ খেলেছেন।

এক ক্যালেন্ডার বছরে ৬ হাজার মিনিটেরও বেশি সময় মাঠে ছিলেন ফার্নান্দেস। ম্যানচেস্টার ইউনাইটেডের এই অধিনায়ক প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ, এফএ কাপ ও কারাবাও কাপে ক্লাবকে প্রতিনিধিত্ব করেছেন।

ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মাঝে শীর্ষ ১০ জন খেলোয়াড় যারা ২০২৩ সালে ক্লাব (প্রীতি ম্যাচ ছাড়া) ও দেশের (প্রীতি ম্যাচসহ সিনিয়র আন্তর্জাতিক ম্যাচ) হয়ে সম্মিলিতভাবে সবচেয়ে বেশি মিনিট মাঠে ছিলেন, তাদের তালিকা নিম্নে তুলে ধরা হলো।


শীর্ষ ১০’এর তালিকা:
১. ব্রুনো ফার্নান্দেস (ম্যানচেস্টার ইউনাইটেড ও পর্তুগাল), ৬২৮৮ মিনিট, ৭২ ম্যাচ
২. এন্টোনিও রুডিগার (রিয়াল মাদ্রিদ ও জার্মানি), ৫৫১৪ মিনিট, ৬৭ ম্যাচ
৩. ডেক্লান রাইস (আর্সেনাল ও ইংল্যান্ড), ৫৪৩৭ মিনিট, ৬৫ ম্যাচ
৪. ম্যানুয়েল আকাঞ্জি (ম্যানচেস্টার সিটি ও সুইজারল্যান্ড), ৫৪৩৪ মিনিট, ৬৮ ম্যাচ
৫. নেমাঞ্জা গুডেলি (সেভিয়া ও সার্বিয়া), ৫৪২০ মিনিট, ৬৪ ম্যাচ
৬. রদ্রি (ম্যানচেস্টার সিটি ও স্পেন), ৫৪১৪ মিনিট, ৬৪ ম্যাচ
৭. ফেডরিকো ভালভার্দে (রিয়াল মাদ্রিদ ও উরুগুয়ে), ৫৩১৭ মিনিট, ৬৭ ম্যাচ
৮. ফ্রান্সেসকো আকারবি (ইন্টার মিলান ও ইতালি), ৫২৩৬ মিনিট, ৬২ ম্যাচ
৯. ব্রায়ান ক্রিস্টান্টে (এএস রোমা ও ইতালি), ৫২৩০ মিনিট, ৬৫ ম্যাচ
১০. এডারসন (ম্যানচেস্টার সিটি ও ব্রাজিল), ৫৭১৫ মিনিড, ৫৮ ম্যাচ।
 
একুশে সংবাদ/এস কে

Link copied!