AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আফ্রিদির বিশ্রামে ক্ষুব্ধ আকরাম-ওয়াকার


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৬:২২ পিএম, ৩ জানুয়ারি, ২০২৪
আফ্রিদির বিশ্রামে ক্ষুব্ধ আকরাম-ওয়াকার

সিডনিতে আজ থেকে শুরু হওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে খেলছেন না পাকিস্তানের প্রধান পেসার শাহিন শাহ আফ্রিদি। বিশ্রাম দেওয়া হয়েছে তাকে। কিন্তু আফ্রিদির বিশ্রামে ক্ষুব্ধ হয়েছেন পাকিস্তানের দুই কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনিস। তাদের ভাষ্য নিজের ইচ্ছাতেই বিশ্রাম নিয়েছে আফ্রিদি, এটা টিম ম্যানেজমেন্টের বিষয় নয়।

সিডনি টেস্ট শুরুর আগের একাদশ ঘোষনা করে পাকিস্তান। এক বিবৃতিতে একাদশ নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানায়, বিশ্রাম দেওয়া হয়েছে আফ্রিদিকে। কিন্তু এটি মোটেও ভালোভাবে নেননি আকরাম ও ওয়াকার।

ফক্স ক্রিকেটে আকরাম বলেন, ‘আফ্রিদির বিশ্রামের সাথে পাকিস্তান টিম ম্যানেজমেন্টের কোন সম্পর্ক নেই। বিশ্রামের সিদ্ধান্তটা পুরোপুরি আফ্রিদির।’

তিনি আরও বলেন, ‘এই টেস্ট সিরিজের পর নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান এবং সেখানে অধিনায়ক আফ্রিদি। কিন্তু টি-টোয়েন্টি ক্রিকেট নিয়ে কে চিন্তা করে? আমি একমত, টি-টোয়েন্টি ক্রিকেট বিনোদন ও আর্থিক লাভের জন্য এবং কিন্তু খেলোয়াড়দের বোঝা উচিত টেস্ট ক্রিকেটই আসল।’

আকরাম আরও বলেন, ‘আমরা  ২০ বছর আগে সিডনি টেস্ট নিয়ে কথা বলি, কিন্তু গতরাতে সিডনিতে খেলা টি-টোয়েন্টি  কেউ মনে রাখেনা।  এটাই পার্থক্য। তাদের বুঝতে-শিখতে হবে, তারা ক্রিকেটের কিংবদন্তি হতে চায় নাকি মিলিয়নিয়ার? আপনি একটু চিন্তা করলেই একসাথে দু’টোই হতে পারবে।’

আকরামের সুরে কথা বলেছেন ওয়াকারও। আফ্রিদির বিশ্রামে অবাক হয়েছেন ওয়াকার, ‘এটি আমাকে অবাক করেছে কারণ, এই টেস্টে আমি তাকে দলে প্রত্যাশা করেছিলাম। গত টেস্টে সে ভালো করেছে। পুরানো আফ্রিদির মতো মনে হয়েছে, সুইং ভালো ছিলো ও গতিও পেয়েছে।’

আকরাম ও ওয়াকারের সমালোচনার জবাব দিয়েছেন আফ্রিদি। সিডনি টেস্টের প্রথম দিনের খেলা চলাকালীন স¤প্রচারক চ্যানেলকে সাক্ষাৎকার দেন আফ্রিদি।  তিনি বলেন, ‘প্রথম দুই টেস্টে খেলেছি। সত্যি বলতে অনেক ওভার বল করেছি। আমার উপর চাপ কমাতে এমন সিদ্বান্ত নিয়েছে চিকিৎসক দল ও টিম ম্যানেজমেন্ট। এজন্যই এই টেস্টে আমাকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’

একুশে সংবাদ/এস কে 

Link copied!