AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্যারোলে মুক্তি পেলেন পিস্টোরিয়াস


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৫:২০ পিএম, ৬ জানুয়ারি, ২০২৪
প্যারোলে মুক্তি পেলেন পিস্টোরিয়াস

প্রেমিকা রিভা স্টিনক্যাম্পকে খুনের দায়ে ১১ বছর আগে কারাদণ্ড পেয়েছিলেন অস্কার পিস্টোরিয়াস। ১৩ বছরের কারাদণ্ড হয়েছিল দক্ষিণ আফ্রিকার এই দৌড়বিদের, যিনি ‘ব্লেড রানার’ হিসেবেই ক্রীড়া বিশ্বে পরিচিত। তবে শাস্তির পুরো মেয়াদ কারাভোগ করতে হচ্ছে না তাকে। প্যারা অলিম্পিকে চ্যাম্পিয়ন হওয়া এই দৌড়বিদ মুক্তি পেয়েছেন প্যারোলে।

৩৭ বছর বয়সি পিস্টোরিয়াসকে শুক্রবার অ্যাটারিজভিল কারাগার থেকে বের করে আনা হয়। বাইরে অনেক সংবাদকর্মী ভিড় করেছিলেন। তবে কারা কর্তৃপক্ষ আগেই জানিয়ে দেয়, পিস্টোরিয়াসের সঙ্গে কথা বলা কিংবা ছবি তোলার কোনো সুযোগ থাকবে না। ফলে তেমন কোনো হ্যাপা ছাড়াই কারাগার থেকে ঘরে পৌঁছে গেছেন ব্লেড রানার।

এক বিবৃতিতে দক্ষিণ আফ্রিকার শোধনাগার সার্ভিস বিভাগ বলেছে-তাকে (পিস্টোরিয়াস) গণ শোধনাগার ব্যবস্থায় নেওয়া হয়েছিল এবং এখন তিনি ঘরে আছেন। প্যারোলে মুক্তির শর্ত অনুযায়ী সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে পারবেন না পিস্টোরিয়াস।

দুই পা-বিহীন এই দৌড়বিদের প্যারোলে মুক্তি পাওয়ার বিষয়টি উসকে দিয়েছে বিতর্ক। ২০১৩ সালে ভ্যালেন্টাইন ডেতে তার হাতে খুন হওয়া স্টিনক্যাম্পের মা জুন জানিয়েছেন-তিনি বিশ্বাস করেন না পিস্টোরিয়াসের পুনর্বাসন হয়েছে।

তিনি বলেছেন, ‘ডাকাত এসেছে ভেবে তার গুলি চালানোর কথা আমার বিশ্বাস হয় না। আমি জানি না, কেউ এই কথা বিশ্বাস করে কি না। পুনর্বাসনের জন্য প্রয়োজন নিজের অপরাধ এবং এর পরিণতির ব্যাপারে একজনের সততা। যদি এ ক্ষেত্রে পুুরোপুরি সততা কেউ না দেখায়, তা হলে কেউই বলতে পারবে না, সে অনুতপ্ত। কারও মধ্যে যদি অনুশোচনার প্রকাশ না থাকে, তাহলে তার পুনর্বাসনের বিষয়টি বিবেচনা করা যাবে না।’

 একুশে সংবাদ/এস কে

Link copied!