AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কোপা দেল রের শেষ ষোলোয় রিয়াল-অ্যাথলেটিকো মুখোমুখি


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০২:৪৮ পিএম, ৯ জানুয়ারি, ২০২৪
কোপা দেল রের শেষ ষোলোয় রিয়াল-অ্যাথলেটিকো মুখোমুখি

কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে বার্সেলোনা সহজ প্রতিপক্ষ পেয়েছে, তবে কঠিন প্রতিপক্ষ পেয়েছে প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। সোমবার (৮ জানুয়ারি) মাদ্রিদে প্রতিযোগিতাটির শেষ ষোলো পর্বের ড্র অনুষ্ঠিত হয়। এরপরই নিশ্চিত হয় বিষয়টি।

রেকর্ড ৩১ বারের চ্যাম্পিয়ন বার্সেলোনা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে স্প্যানিশ ফুটবলের তৃতীয় সারির দল ইউনিয়স্তাসের বিপক্ষে। অন্যদিকে রিয়াল মাদ্রিদ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে তাদের নগর প্রতিদ্বন্দ্বী অ্যাথলেটিকো মাদ্রিদকে।

চলতি মৌসুমে অবশ্য দারুণ ছন্দে আছে গ্যালাক্টিকোরা। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে শতভাগ জয় নিয়ে নকআউট পর্ব নিশ্চিত করে। আর লা লিগায় পয়েন্ট তালিকায় শীর্ষে আছে তারা।

এবার ঘরোয়া লিগে এ পর্যন্ত ১৯ ম্যাচ খেলে একটিতেই হার দেখে কার্লো আনচেলত্তির দল। তাও সেটি অ্যাথলেটিকোর বিপক্ষে। গত বছরের সেপ্টেম্বরে হওয়া সে ম্যাচে ৩-১ গোলে হারে রিয়াল।

কোপা দেল রের শেষ ষোলোর ম্যাচের আগে আগামী মঙ্গলবার স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালেও মুখোমুখি হবে এ দুই প্রতিপক্ষ।

অন্যদিকে বার্সেলোনার জন্য তেমন চিন্তার কিছু নেই। কেননা তারা কোপা দেল রের শেষ ষোলোয় প্রতিপক্ষ হিসেবে পেয়েছে দূর্বল ইউনিয়স্তাাসের সামনে।

এবারের লা লিগায় চমক হয়ে আসা জিরোনা খেলবে লিগের আরেক দল রায়ো ভায়কানোর বিপক্ষে।

কোপা দেল রের শেষ ষোলোয় মুখোমুখি যারা

ইউনিয়স্তাস-বার্সেলোনা
তেনেরিফে-মায়োর্কা  
গেতাফে-সেভিয়া
ওসাসুনা-রিয়াল সোসিয়েদাদ
ভালেন্সিয়া-সেল্টা ভিগো
অ্যাথলেটিকো বিলবাও-আলাভেস
অ্যাথলেটিকো মাদ্রিদ-রিয়াল মাদ্রিদ
জিরোনা-রায়ো ভায়কানো

একুশে সংবাদ/এস কে 

Link copied!