AB Bank
ঢাকা বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সুখবর পেল ব্রাজিল


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৭:৩৭ পিএম, ৯ জানুয়ারি, ২০২৪
সুখবর পেল ব্রাজিল

ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সভাপতি এডনালদো রদ্রিগেজকে আদালতে বরখাস্ত করার পর দেশটিকে নিষেধাজ্ঞা দেয় ফিফা। যার ফলে সেলেসাওদের ফুটবল ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছিল শঙ্কার কালো মেঘ।

গত ৪ জানুয়ারি রদ্রিগেজকে সভাপতি পদে পুনর্বহালের নির্দেশ দেন দেশটির সুপ্রিম কোর্ট। ফলে ফিফার পক্ষ থেকে নিষেধাজ্ঞার শঙ্কা তখনই কেটে যায়। এবার সেই সুখবর জানিয়েছে স্বয়ং ফিফা। সংস্থাটির লিগ্যাল অ্যাফেয়ার্সের পরিচালক এমিলিও গার্সিয়া এই তথ্য নিশ্চিত করেছেন।

রিও ডি জেনেইরোর আদালত এডনালদোকে বরখাস্ত করে সিবিএফের নতুন নির্বাচন দেওয়ার ঘোষণা দিয়েছিলেন গত ৭ ডিসেম্বর। এরপর থেকেই ফিফা ও কনমেবলের নিষেধাজ্ঞার মুখে ছিল ব্রাজিল।

তবে সুপ্রিম কোর্টের বিচারক গিলমার মেন্দেস ব্রাজিল ফুটবল ক্ষতিগ্রস্ত হতে পারে- এই শঙ্কা থেকে এডনালদোকে তার দায়িত্বে পুনর্বহাল করেন। বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সিবিএফ সভাপতি রদ্রিগেজ ফিফা এবং দক্ষিণ আমেরিকান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

ফিফা কর্মকর্তা এমিলিও গার্সিয়া বলেছেন, ‘সুপ্রিম কোর্টের দেওয়া রায়ে আমরা স্বস্তি পেয়েছি, তারা ব্রাজিলিয়ান ফুটবলের অবাধ ও গণতান্ত্রিক সিদ্ধান্তের প্রেক্ষিতে এডনালদোকে সভাপতি পদে পুনর্বহাল করেছে। ব্রাজিল ফুটবল তাদের সভাপতি নির্বাচন করেছে- এই স্বাভাবিক পরিবেশে ফিরতে পেরে আমরাও খুশি।’

তিনি আরো বলেন, ‘এটি সেই মুহূর্ত যা ব্রাজিল ফুটবলে স্বাভাবিকতা ফিরিয়ে এনেছে এবং আমাদের সামনেও একটা পুরো বছরের প্রতিজ্ঞা ও সূচি রয়েছে। ব্রাজিল আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ হওয়ার বড় ঝুঁকিতে ছিল। সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত সে শঙ্কা দূর করেছে এবং বিষয়টি নিয়ে আর আলোচনার প্রয়োজন নেই।’

ফিফা থেকে স্বস্তির এই খবর পেয়ে সিবিএফ সভাপতি রদ্রিগেজ বলেন, ‘এখন আমরা ব্রাজিলিয়ান ফুটবলের উন্নতির দিকেই মনোযোগ দেব। সিবিএফের স্বায়ত্তশাসন ফিরে পাওয়ার মাধ্যমে ব্রাজিল ফুটবলের জয় হয়েছে। এখন ব্রাজিলের ক্লাব এবং জাতীয় দল কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণে আর বাধা থাকছে না।’

এর আগে সিবিএফ সভাপতিকে পুনর্বহালের আদেশ দেওয়া রায়ে বিচারক গিলমার লিখেছিলেন, ‘আমি রিও ডি জেনেইরো কোর্ট অব জাস্টিসের দেওয়া রায়ের প্রভাবকে স্থগিত করছি। পাশাপাশি ২০২২ সালের ২৩ মার্চ সিবিএফের সাধারণ পরিষদ দ্বারা নির্বাচিত নেতৃত্বকে তাৎক্ষণিকভাবে পুনর্বহালের আদেশ দিচ্ছি।’
 

একুশে সংবাদ/এস কে 

Link copied!