এশিয়ান কাপ ফুটবলের উদ্বোধনী ম্যাচে লেবাননের মুখোমুখি হয়েছিল কাতার। যেখানে লেবাননকে রীতিমতো বিধ্বস্ত করে দুর্দান্ত জয় পেয়েছে স্বাগতিকরা। এর মধ্য দিয়ে টুর্নামেন্টের উড়ন্ত শুরু করলো দেশটি।
শুক্রবার লুসলাইল আইকনিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে লেবাননকে ৩-০ গোলে বিধ্বস্ত করে কাতার। দলের হয়ে আকরাম আফিফ ২টি গোল ও আলময়েজ আলী একটি গোল করেন।
২০২২ বিশ্বকাপের ফাইনালের ভেন্যু আইকনিক লুসাইল স্টেডিয়ামে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে কাতার। তবে ডেডলক ভাঙ্গতে সময় লাগে ৪৫ মিনিট। এতে করে বিরতির আগে উল্লাসে মাতে স্বাগতিক দর্শকরা।
বিরতি থেকে ফিরে আরো ভয়ঙ্কর রূপ ধারণ করে স্বাগতিকরা। ম্যাচের ৫৬তম মিনিটে ব্যবধান দ্বিগুন করেন আলময়েজ আলি। এবার তার গোলের যোগানদাতা মোহাম্মেদ ওয়াদ। অতিরিক্ত সময়ে দলের তৃতীয় ও নিজের জোড়া গোল পূর্ণ করেন আকরাম আফিফ।
আগামী ১৭ জানুয়ারি নিজেদের দ্বিতীয় ম্যাচে তাজিকিস্তানের বিপক্ষে খেলবে কাতার। একই দিন চীনের বিপক্ষে নামবে লেবানন।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :