ফ্র্যাঞ্চাইজি লিগ পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নবম আসরের সূচি চূড়ান্ত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামী ১৭ ফেব্রুয়ারি শুরু হয়ে ছয় দলের এই প্রতিযোগিতা চলবে ১৮ মার্চ পর্যন্ত।
সর্বশেষ আসরসহ দুই বারের পিএসএল চ্যাম্পিয়ন শাহিন শাহ আফ্রিদির দল লাহোর কালান্দার্সের ম্যাচ দিয়ে হবে আসন্ন প্রতিযোগিতার উদ্বোধন। যেখানে তাদের প্রতিপক্ষ শাদাব খানের ইসলামাবাদ ইউনাইটেড। যারা ২০১৬ এবং ২০১৮ আসরের চ্যাম্পিয়ন।
পাকিস্তানের চারটি শহর করাচি, লাহোর, মুলতান ও রাওয়ালপিন্ডিতে হবে এবারের পিএসএল আসর। সর্বমোট ৩৪ ম্যাচের টুর্নামেন্টটিতে সর্বোচ্চ ১১ ম্যাচের আয়োজন করবে করাচি। যেখানে কোয়ালিফায়ার রাউন্ড, দুটি এলিমিনেটর ম্যাচ ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম ও রাওয়ালপিন্ডির পিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে হবে ৯টি করে ম্যাচ। এছাড়া মুলতানের মাঠে গড়াবে ৫ ম্যাচ। আসরের প্রথম রাউন্ডে প্রতিটি দল পরস্পর দু’বার করে মুখোমুখি হবে। লাহোর ও করাচি কিংসের মধ্যকার সবচেয়ে আকর্ষণীয় লড়াই হবে ২৪ ফেব্রুয়ারি ও ৯ মার্চ।
আগের আসরের মতো প্রতিটি ভেন্যু টানা ম্যাচ আয়োজন করবে। ফলে প্রায় ম্যাচের মাঝে ক্রিকেটারদের ভ্রমণক্লান্তি হবে কম। প্রথম দুটি লেগ হবে মুলতানে, পরের ১৪ ম্যাচ (১৭-২৭ ফেব্রুয়ারি) লাহোর, ১৬ ম্যাচ (২৮ ফেব্রুয়ার-১২ মার্চ) রাওয়ালপিন্ডি এবং প্লে-অফের সব ম্যাচ হবে করাচিতে।
উল্লেখ্য, পিএসএলের এবারের আসরে কোনো বাংলাদেশি ক্রিকেটারকে নেয়নি কোনো দল। বিভিন্ন ক্যাটাগরিতে বাংলাদেশের ২১ জন ক্রিকেটার ড্রাফটে ছিলেন। লাহোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে অনুষ্ঠিত নিলামে ৬টি ক্যাটাগরিতে খেলোয়াড়দের নাম ডাকা হয়।
পরে পাকিস্তান ও বিদেশি মিলিয়ে মোট ৪০ জন ক্রিকেটারকে দলে নেয় ফ্র্যাঞ্চাইজিগুলো। এর আগে দলগুলো ক্রিকেটারদের বড় একটি অংশকে রিটেশন লিস্টে ধরে রাখে। পিএসএলে প্রথমবারের মতো দল পেয়েছেন অস্ট্রেলিয়ার ড্যানিয়েল স্যামস, দক্ষিণ আফ্রিকার রেজা হেন্ড্রিক্স ও লুঙ্গি এনগিডি।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :