ভারতের ঐতিহ্যবাহী ক্লাব ইস্ট বেঙ্গলে ডাক পেয়েছেন বাংলাদেশ নারী ফুটবল দলের অন্যতম ফুটবলার সানজিদা আক্তার। কলকাতার শতবর্ষী এই ক্লাবটিতে খেলেছেন বাংলাদেশের প্রয়াত কিংবদন্তি মোনেম মুন্না, শেখ মোহাম্মদ আসলাম, গোলাম গাউস, রিজভী করিম রুমির মতো ফুটবলাররা। এবার সেই ক্লাবের জার্সি গায়ে জড়াতে যাচ্ছেন জাতীয় দলের এই উইঙ্গার।
সোমবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় বাফুফের মহিলা কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার সানজিদার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘ভারতীয় নারী ফুটবল লিগে খেলার জন্য আমাদের দুজন মেয়ের কাছে প্রস্তাব আসে। এরই মধ্যে সাবিনা নারী লিগের ক্লাব কিকস্টার্ট এফসিতে খেলতে ভারতে পৌঁছে গেছে। সানজিদাকে প্রস্তাব দিয়েছে ইস্ট বেঙ্গল ক্লাব। আমরা তাকে খেলার ছাড়পত্র দিয়েছি।’
ইতোমাধ্যে ভারতীয ভিসার জন্য আবেদনও করেছেন সানজিদা। ‘আশা করি ভিসা পেলে দ্রুতই সানজিদা ভারতে চলে যাবে।’ যুক্ত করেন মাহফুজা।
চলমান ভারতীয় নারী ফুটবল লিগের পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে আছে ইস্ট বেঙ্গল। এখন পর্যন্ত কলকাতার দলটি চার ম্যাচে এক জয়, তিন পয়েন্ট অর্জন করেছে। বাকি তিন ম্যাচের তিনটিতেই হেরেছে ইস্ট বেঙ্গল।
আগামী ১৮ জানুয়ারি ইস্ট বেঙ্গল নিজেদের পঞ্চম ম্যাচ খেলবে উড়িষ্যা এফসির বিপক্ষে। এই ম্যাচের আগেই ভারতে যাওয়ার চেষ্টা চলছে সানজিদার।
একুশে সংবাদ/চ.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :