ইনজুরি আর তাসকিন আহমেদ যেন একে অপরের সমার্থক। ক্যারিয়ারে প্রায় সময়ই ইনজুরির কবলে পড়েছেন। সেসব দুর্দশা পাশ কাটিয়ে অবশ্য শক্তিশালী হয়ে ফিরেও এসেছেন। একই সঙ্গে নিজের নামটা ঠিকই দেশের ক্রিকেটে প্রতিষ্ঠিত করে ফেলেছেন তিনি। এমনকি অধিনায়কত্বের দৌড়েও তার নামটা এসেছে প্রায়ই।
এবারের বিপিএলে দুর্দান্ত ঢাকার মোসাদ্দেক হোসেন ডেপুটি হয়ে খেলবেন তাসকিন আহমেদ। বৃহস্পতিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন জাতীয় দলের নেতৃত্ব দেওয়ার ইচ্ছের কথাও।
তাসকিন বলেন, ‘জি, অবশ্যই। কেন না, সব খেলোয়াড়ের জন্যই স্বপ্ন থাকে। ধাপে ধাপে সবকিছুই হবে এক সময়। ’
ঢাকার সহ অধিনায়কত্ব করা প্রসঙ্গে তাসকিন বলেন, ‘আমাদের দলটা অনেক তরুণ। সুজন স্যার আছেন, মোসাদ্দেক আছে, আমিও আছি, আরও অনেক অভিজ্ঞ ক্রিকেটার আছে। হয়তো প্রাপ্যতা সাপেক্ষে অনেক বিদেশি ক্রিকেটার আসবে দেরিতে, কাউকে অনেক সময় সঠিক সময়ে পাওয়া যাবে না। ’
তিনি আরো বলেন, ‘যে দলটা আছে এটাই যদি গুছিয়ে, ইউনিটি নিয়ে খেলতে পারি অবশ্যই ভালো কিছু হবে। আমার নিজের যে অভিজ্ঞতাগুলো আছে আমি সবসময় দলের জন্য শেয়ার করার চেষ্টা করবো। যাতে আমাদের দলটা উপকৃত হয়। ’
এবারের বিপিএলে খুব একটা শক্তিশালী দল গড়তে পারেনি দুর্দান্ত ঢাকা। তাসকিনই দলটির সবচেয়ে বড় তারকা। তবুও দল নিয়ে ভালো কিছুর আশাই করছেন তাসকিন। নিজের পারফরম্যান্সও দলের জন্য কার্যকর কিছুই করতে চান তিনি।
তাসকিন বলেন, ‘আসলে টি-২০ ক্রিকেটে নির্দিষ্ট দিনে, পরিস্থিতি অনুযায়ী খেলতে হবে সবসময়। তা ছাড়া বলে অনেক সময় অনেক কিছু হয় না। কালকে থেকে আমাদের টুর্নামেন্ট শুরু হবে লক্ষ্য থাকবে একই জিনিস আরেকটা নতুন সিজন শুরু হচ্ছে সবসময় একই খেলা শুধু নামটা বিপিএল। সবসময় চাপ থাকে খেলার মাঝে।’
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :