AB Bank
ঢাকা সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাংলাদেশি পেসারকে শাস্তি দিলো আইসিসি


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
১১:৫২ এএম, ২৪ জানুয়ারি, ২০২৪
বাংলাদেশি পেসারকে শাস্তি দিলো আইসিসি

এবারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশ। আসরে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ৮৪ রানে হারের তেতো স্বাদ পায় টাইগার যুবারা। যদিও দ্বিতীয় ম্যাচে মঙ্গলবার আয়ারল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

ম্যাচটিতে দল হারলেও বল হাতে উজ্জ্বল ছিলেন বাঁ-হাতি পেসার মারুফ মৃধা। সেদিন ভারতের ৫ উইকেট নিলেও একটা উইকেটের উদযাপনে বাড়াবাড়ি করে ফেলেছিলেন মারুফ, সেটির জন্য আইসিসির কাছ থেকে শাস্তি পেয়েছেন তিনি। আর তাতে ফের আলোচনায় উঠে এসেছেন এ টাইগার পেসার।

ম্যাচের ৪৪তম ওভারে আরাভেলি অবনিশকে আউট করেছিলেন মারুফ। কিন্তু উদযাপনে অবনিশের সামনে গিয়ে দুবার ড্রেসিংরুমের দিকে ইঙ্গিত করেন।

আইসিসির আচরণবিধির ২.৫ ধারা অনুযায়ী, আন্তর্জাতিক ম্যাচে আউট করার পর ব্যাটসম্যানের উদ্দেশে কোনো উসকানিমূলক আচরণ, ভাষার ব্যবহার বা অঙ্গভঙ্গি করা যা ব্যাটসম্যানের দিক থেকে আক্রমণাত্মক আচরণ বের করে আনতে পারে - সে বিধি ভেঙেছেন মারুফ।

তবে ২৪ মাসের মধ্যে এটি মারুফের প্রথম এমন অপরাধ হওয়ায় তাকে তিরস্কার করেছে আইসিসি। পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে মারুফের রেকর্ডে। মারুফ অপরাধ স্বীকার করে ম্যাচ রেফারির শাস্তি মেনে নিয়েছেন। ফলে আনুষ্ঠানিক শুনানির দরকার পড়েনি।

একুশে সংবাদ/এস কে 

Link copied!