AB Bank
ঢাকা সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অস্ট্রেলিয়ার নতুন টি-২০ অধিনায়কের নাম ঘোষণা


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০১:৪৬ পিএম, ২৪ জানুয়ারি, ২০২৪
অস্ট্রেলিয়ার  নতুন টি-২০ অধিনায়কের নাম ঘোষণা

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। এই সিরিজকে সামনে রেখে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে স্বাগতিকরা। যেখানে ডেভিড ওয়ার্নারকে রেখে নতুন অধিনায়ক হিসেবে মিচেল মার্শকে বেছে নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

আগামী জুনে গড়াবে টি-২০ বিশ্বকাপের আসর। মূলত, বিশ্বকাপে মার্শের হাতেই দলের নেতৃত্ব তুলে দিতে চায় সিএ। যে কারণে, পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে অধিনায়ক করা হয়েছে এ অজি অলরাউন্ডারকে।

এই সিরিজে খেলবেন ডেভিড ওয়ার্নার ছাড়াও স্কোয়াডে রয়েছেন টিম ডেভিড ও মার্কাস স্টয়নিস। তারা সবাই সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল টি-২০ ফ্র্যাঞ্চাইজিতে খেলা বাদ দিয়ে দলের সঙ্গে যোগ দিচ্ছেন।

অন্যদিকে উইন্ডিজের বিপক্ষে টি-২০ সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও স্টিভ স্মিথের মতো অভিজ্ঞদের। এই তিনজন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্টে সিরিজে ছিলেন। আগামী ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে অস্ট্রেলিয়ার টি-২০ দলে ফিরবেন তারা।

অস্ট্রেলিয়ার টি-২০ স্কোয়াড: মিচেল মার্শ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, মার্কাস স্টয়নিস, গ্লেন ম্যাক্সওয়েল, ট্র্যাভিস হেড, শন অ্যাবট, জেসন বেহরেনডর্ফ, টিম ডেভিড, নাথান এলিস, জশ হ্যাজলউড, জশ ইঙ্গলিস, ম্যাট শর্ট, ম্যাথিউ ওয়েড ও অ্যাডাম জাম্পা।


একুশে সংবাদ/এস কে 

Link copied!