AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জাদেজার চোট নিয়ে দুশ্চিন্তায় রোহিতরা


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
১২:৪০ পিএম, ২৯ জানুয়ারি, ২০২৪
জাদেজার চোট নিয়ে দুশ্চিন্তায় রোহিতরা

হায়দরাবাদ টেস্টের শেষ ইনিংসে জয়ের জন্য ২৩১ রানের লক্ষ্যমাত্রা সামনে নিয়ে ব্য়াট করতে নামে ভারত। তবে শুরু থেকেই উইকেট হারাতে থাকে তারা। মাত্র ১০৭ রানে টপ অর্ডারের পাঁচজন ব্যাটসম্যানের উইকেট খুইয়ে বসে টিম ইন্ডিয়া। তবে প্রথম ইনিংসে ৮৭ রান করা জাদেজা ক্রিজে ছিলেন বলেই ভারতীয় সমর্থকরা আশায় বুক বেঁধে ছিলেন তখনও পর্যন্ত। তবে ইনিংসের ৩৯তম ওভারে বেন স্টোকসের দুর্দান্ত ফিল্ডিংই ভারতীয় সমর্থকদের সেই আশার বেলুনে পিন ফুটিয়ে দেয়।

৩৮.১ ওভারে বেন স্টোকসের সরাসরি থ্রোয়ে রান-আউট হয়ে মাঠ ছাড়েন জাদেজা। উপ্পলে জাদেজা আউট হওয়ার পরে শুধু ম্যাচের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা দেখা দেয়, তেমনটা নয়। বরং আরও ঘোর দুশ্চিন্তার উদয় হয় আউট হয়ে সাজঘরে ফেরার সময় জাদেজা হ্যামস্ট্রিং চেপে ধরে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটায়। কারও বুঝতে অসুবিধা হয়নি যে, রান নেওয়ার সময় টিম ইন্ডিয়ার তারকা অল-রাউন্ডারের হ্যামস্ট্রিংয়ে টান ধরে।

ভারত শেষমেশ হাদরাবাদ টেস্টে পরাজিত হয়। ম্যাচের শেষে জাদেজার চোট কতটা গুরুতর, সেই বিষয়ে জানতে চাওয়া হয় টিম ইন্ডিয়ার হেড কোচ রাহুল দ্রাবিড়ের কাছে। তবে রাহুল স্পষ্ট জানান যে, তিনি ফিজিওর সঙ্গে কথা বলার সময় পাননি। তাই তাঁর পক্ষে এই বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো সম্ভব নয়।

বিসিসিআইয়ের তরফেও জাদেজার চোট নিয়ে কোনও আপডেট দেওয়া হয়নি। তবে ভারতীয় ক্রিকেটের অন্দরমহলে গুঞ্জন, হ্যামস্ট্রিংয়ের এই চোট নিয়ে দ্বিতীয় টেস্টে মাঠে নামা কঠিন জাদেজার পক্ষে। অর্থাৎ, বিশাখাপত্তনমে ইংল্য়ান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে জাদেজার মাঠে নামা অনিশ্চিত। জাদেজার চোটের জায়গায় স্ক্যান করানো হয়েছে। স্ক্যান রিপোর্ট সামনে এলে টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেবে যে, তারকা অল-রাউন্ডারকে বিশাখাপত্তনমে উড়িয়ে নিয়ে যাওয়া হবে, নাকি চোট সারানোর জন্য পাঠানো হবে বেঙ্গালুরুর এনসিএ-তে।

উল্লেখ্য, আগামী ২ ফেব্রুয়ারি থেকে বিশাখাপত্তনমে খেলা হবে ভারত-ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্ট। জাদেজা নিতান্ত মাঠে নামতে না পারলে শিকে ছিঁড়তে পারে কুলদীপ যাদবের ভাগ্যে। অবশ্য ভারত তিন স্পিনারে দল সাজানোর পরিকল্পনা বাতিল করলে অশ্বিন ও অক্ষরকে দিয়েই কাজ চালিয়ে নিতে পারে টিম ইন্ডিয়া। তবে এটা নিশ্চিত যে, জাদেজা মাঠে নামতে না পারলে দ্বিতীয় টেস্টে ভারতের শক্তি কমবে।

রবীন্দ্র জাদেজা হায়দরাবাদে সিরিজের প্রথম টেস্টের দুই ইনিংসে যথাক্রমে ৮৭ ও ২ রান করেন। সেই সঙ্গে প্রথম ইনিংসে ৩টি ও দ্বিতীয় ইনিংসে ২টি উইকেট সংগ্রহ করেন তিনি।

একুশে সংবাদ/এস কে 

Link copied!