AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চ্যাম্পিয়ন মানেদের বিদায়


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০২:৩৬ পিএম, ৩০ জানুয়ারি, ২০২৪
চ্যাম্পিয়ন মানেদের বিদায়

আফ্রিকান কাপ অব নেশন্সে (আফকন) একের পর এক অঘটন দেখছে ফুটবলপ্রেমীরা। এবারের আসরে শেষ ষোলোর লড়াইয়ে বিদায় নিচ্ছে একের পর এক ফেবারিটরা। একদিন আগেই টাইব্রেকারে কঙ্গোর কাছে হেরে বিদায় নিয়েছে মোহামেদ সালাহর মিশর। 

এবার তাদের দেখানো পথেই আক্ষেপের বিদায় নিয়েছে আসরের বর্তমান চ্যাম্পিয়ন সেনেগাল। টাইব্রেকারে স্বাগতিক আইভরি কোস্টের কাছে হেরে বিদায় নিল সাদিও মানের দল।

সোমবার রাতে স্বাগতিক আইভরি কোস্টের কাছে টাইব্রেকারে ৪-৫ ব্যবধানে হেরেছে টুর্নামেন্টের গতবারের চ্যাম্পিয়নরা। তার আগে নির্ধারিত সময় পর্যন্ত ম্যাচটি সমতায় ছিল ১-১ গোলে।

ম্যাচ শুরুর চার মিনিটেই মানের পাস থেকে সেনেগালকে এগিয়ে দেন হাবিব দিয়ালো। সেই ব্যবধান ধরে রেখে শেষ আটে যাওয়াটা প্রায় নিশ্চিতই করে ফেলছিল আলিও সিসের দল। কিন্তু আইভরি কোস্ট লড়ে গেল শেষ মুহূর্ত পর্যন্ত। ফুটবলে কেন তাদের ‘হাতি’ হিসেবে ডাকা হয়, শক্তিমত্তায় তার প্রমাণ দিল আবারো।

ম্যাচের ৮৩তম মিনিটে ভিএআর (ভার্চুয়ার অ্যাসিস্ট্যান্ট রেফারি) দেখে আইভরি কোস্টকে পেনাল্টি উপহার দেন রেফারি। এর ৩ মিনিট পর স্পটকিক থেকে বল জালে পাঠান ফ্রাঙ্ক কেসি। এসি মিলান ও বার্সেলোনার সাবেক মিডফিল্ডারই টাইব্রেকারে শেষ কিকটি নিয়ে আইভরি কোস্টকে এনে দেন শেষ আটের টিকিট। সেনেগালের পঞ্চম শটে গোল করেছিলেন মানেও। কিন্তু তার আগে তৃতীয় শটে গোল করতে ব্যর্থ হোন তার সতীর্থ মোসা নিয়াকাতে।

আফকনের সর্বোচ্চ ৭ বারের চ্যাম্পিয়ন মিসরের ম্যাচে চোটের কারণে ছিলেন না সালাহ। কিন্তু মানেকে খেলেও পুড়তে হলো হারের যন্ত্রণায়। চ্যাম্পিয়ন হিসেবেই আইভরি কোস্টে এসেছিলেন তিনি। সালাহর এই শিরোপার স্বাদ এখনো পাওয়া না হলেও ২০২১ সালে মানে সেনেগালকে প্রথমবারের মতো এনে দেন আফ্রিকার মুকুট।

এবারের টুর্নামেন্টে মিসর, ঘানা, সেনেগাল, ক্যামেরুন, আলজেরিয়া, জাম্বিয়ার মতো বেশ কয়েকটি সাবেক চ্যাম্পিয়ন গ্রুপ পর্ব নয়, শেষ ষোলো থেকে বিদায় নিল।

একুশে সংবাদ/এস কে 

Shwapno
Link copied!