দক্ষিণ আফ্রিকায় চলছে এসএটি-২০ লিগ। যেখানে খেলতে গিয়ে ছিনতাইয়ের শিকার হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ফ্যাবিয়ান অ্যালেন। দেশটির জোহানেসবার্গে বন্দুক ঠেকিয়ে তার থেকে মোবাইলসহ ব্যক্তিগত জিনিসপত্র ও ব্যাগ ছিনতাই করা হয়েছে।
জোহানেসবার্গের জনপ্রিয় স্যান্ডটন সান হোটেলের বাইরে ফ্যাবিয়ানকে জিম্মি করে ঐ ছিটতাই করা হয়েছে। এতে করে দক্ষিণ আফ্রিকা লিগে খেলতে যাওয়া ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
উইন্ডিজ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ঘটনার সত্যতা স্বীকার করা হয়েছে এবং জানানো হয়েছে যে, সন্ত্রাসীরা অ্যালেনের কোন ক্ষতি করেনি।
ওয়েস্ট ইন্ডিজ বোর্ডের এক কর্মকর্তা বলেন, ‘ঘটনার পর জোহানেসবার্গে থাকা আমাদের হেড কোচ আন্দ্রে কোলে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন। উইন্ডিজের আরেক ক্রিকেটার ওবেদ ম্যাকাইয়ের সঙ্গে তার কথা হয়েছে। তিনি ঠিক আছেন। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড ও অ্যালেনের দল পার্ল রয়েল বিষয়টি নিয়ে আরও বিস্তারিত তথ্য দিতে পারবে।’
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :