AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪, ৮ কার্তিক ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সিরিজে সমতা ফেরানোর মিশনে ওয়েস্ট ইন্ডিজ


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৭:৩২ পিএম, ১০ ফেব্রুয়ারি, ২০২৪
সিরিজে সমতা ফেরানোর মিশনে ওয়েস্ট ইন্ডিজ

প্রথম ম্যাচ হেরে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। সিরিজে সমতা ফেরাতে  আগামীকাল দ্বিতীয় ম্যাচে জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামছে ক্যারিবীয়রা। অন্যদিকে, জয়ের ধারা অব্যাহত রেখে এক ম্যাচ বাকী রেখেই সিরিজ নিশ্চিত করতে চায় অস্ট্রেলিয়া। অ্যাডিলেডে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হবে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি।হোবার্টে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ১১ রানে পরাজিত হয়  ওয়েস্ট ইন্ডিজ। ব্যাটারদের তান্ডবে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ২১৩ রান করে অস্ট্রেলিয়া। ৩৬ বলে ১২টি চার ও ১টি ছক্কায় ৭০ রান করেন ওপেনার ডেভিড ওয়ার্নার। এছাড়াও টিম ডেভিড ১৭ বলে অপরাজিত ৩৭ রানের ক্যামিও ইনিংস খেলেন।

জবাবে ৫১ বলে ৮৯ রানের সূচনা পেলেও পরের দিকের ব্যাটারদের ব্যর্থতায় ম্যাচ হারে ওয়েস্ট ইন্ডিজ। শেষ দিকে জেসন হোল্ডারের ১৫ বলে অনবদ্য ৩৪ রানে হারের ব্যবধানে কমে ক্যারিবীয়দের। ৮ উইকেটে ২০২ রান করে ওয়েস্ট ইন্ডিজ।

সিরিজে সমতা ফেরাতে দলের কাছে আরও ভালো পারফরমেন্স আশা করছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোভম্যান পাওয়েল, ‘প্রথম ম্যাচে ব্যাটিং-বোলিংয়ে আমরা ভালো করতে পারিনি। দ্বিতীয় ম্যাচে আমাদের পারফরমেন্সে আরও উন্নতি দরকার। অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পেতে হলে সেরা পারফরমেন্সের বিকল্প নেই। আশা করছি, দ্বিতীয় ম্যাচেই দল ঘুড়ে দাঁড়াবে।’

জয়ের ধারা অব্যাহত রেখে টি-টোয়েন্টি সিরিজ জয়ে চোখ অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শের। তিনি বলেন, ‘আমরা জয় ছাড়া অন্য কিছুই ভাবছি না। সিরিজ জয়ের জন্য এ ম্যাচ জিতেই আমরা সিরিজ নিশ্চিত করতে চাই।  টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজ সেরা দলগুলোর একটি। দ্বিতীয় ম্যাচে জ¦লে উঠতে মরিয়া হয়ে থাকবে তারা।’

এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ২০বার মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ। সমান ১০টি করে জয় ও হার আছে দু’দলের।

ওয়েস্ট ইন্ডিজ দল : রোভম্যান পাওয়েল (অধিনায়ক), শাই হোপ, জনসন চার্লস, রোস্টন চেজ, জেসন হোল্ডার, আকিল হোসেন, ব্রান্ডন কিং, আলজারি জোসেফ, কাইল মায়ার্স, গুদাকেশ মোতি, নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল, শেরফানে রাদারফোর্ড, রোমারিও শেফার্ড, ওশানে থমাস।
 

অস্ট্রেলিয়ার দল : মিচেল মার্শ (অধিনায়ক), শন অ্যাবট, জেসন বেহরেনডর্ফ, টিম ডেভিড, নাথান এলিস, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিশ, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু শর্ট, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার ও এডাম জ্যাম্পা।

 

একুশে সংবাদ/এস কে 

Link copied!