AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রোহিত-জাদেজার সেঞ্চুরিতে প্রথম দিন ভারতের


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৭:৩১ পিএম, ১৫ ফেব্রুয়ারি, ২০২৪
রোহিত-জাদেজার সেঞ্চুরিতে প্রথম দিন ভারতের

অধিনায়ক রোহিত শর্মা ও অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার জোড়া সেঞ্চুরিতে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টের প্রথম দিন নিজেদের করে রাখলো স্বাগতিক ভারত। প্রথম দিন শেষে ৮৬ ওভারে ৫ উইকেটে ৩২৬ রান করেছে টিম ইন্ডিয়া। ৩৩ রানে ৩ উইকেট পতনের পর জুটি বেঁধে ২০৪ রান যোগ করেন রোহিত ও জাদেজা। রোহিত ১৩১ রানে থামলেও ১১০ রানে অপরাজিত আছেন জাদেজা। অভিষেক টেস্টে ৬২ রানে আউট হন সরফরাজ খান।

রাজকোটে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে ভারত। ২২ রানের উদ্বোধনী জুটি গড়ে ইংল্যান্ডের পেসার মার্ক উডের বলে আউট হন যশসি জয়সওয়াল। ২টি চারে ১০ রান করেন আগের টেস্টে ডাবল সেঞ্চুরি করা জয়সওয়াল। 

তিন নম্বরে নেমে উডের দ্বিতীয় শিকার হয়ে খালি হাতে সাজঘরে ফিরেন আগের ম্যাচে সেঞ্চুরি করা শুভমান গিল।ব্যাট হাতে সুবিধা করতে পারেননি চার নম্বরে নামা রজত পাতিদার। ৫ রান করে ইংল্যান্ডের স্পিনার টম হার্টলির শিকার হন তিনি।

৩৩ রানে তিন ব্যাটারের বিদায়ের পর দলের হাল ধরেন রোহিত ও ব্যাটিংয়ে প্রমোশন নিয়ে পাঁচ নম্বরে নামা জাদেজা। উইকেটে সেট হতে সাবধানে খেলতে থাকেন তারা। প্রথম সেশনেই ৭১ বলে হাফ-সেঞ্চুরির স্বাদ নেন রোহিত।

অর্ধশতকের পর জাদেজাকে নিয়ে এই সিরিজে প্রথম শতরানের জুটি গড়েন রোহিত। দ্বিতীয় সেশনে হাফ-সেঞ্চুরির স্বাদ নেন ৯৭ বল খেলা জাদেজা।তৃতীয় সেশনের শুরুতে টেস্ট ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি তুলে নেন রোহিত। এজন্য ১৫৭ বল খেলেছেন তিনি।

সেঞ্চুরির পরও ইনিংস বড় করার পথে ছিলেন রোহিত। কিন্তু দলীয় ২৩৭ রানে উডের বলে পুল করতে গিয়ে ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকসকে ক্যাচ দেন ভারত দলপতি। আউট হওয়ার আগে  ১৪টি চার ও ৩টি ছক্কায় ১৯৬ বলে ১৩১ রান করেন রোহিত। জাদেজার সাথে ৩২৯ বলে ২০৪ রানের দারুন জুটি গড়েন রোহিত। ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ উইকেটে তৃতীয় সর্বোচ্চ রানের জুটি গড়েন তারা।

রোহিতের বিদায়ে উইকেটে এসেই ইংল্যান্ডের বোলারদের উপর চড়াও হন সরফরাজ। ৪৮ বলে অর্ধশতক পূর্ণ করেন তিনি। অভিষেকে ভারতীয়দের মধ্যে দ্বিতীয় দ্রুততম হাফ-সেঞ্চুরির নজির গড়ে জাদেজার সাথে ভুল বুঝাবুঝিতে রান আউট হন ৯টি চার ও ১টি ছক্কায় ৬৬ বলে ৬২ রান করা সরফরাজ।

সরফরাজের বিদায়ের পরই ১৯৮ বল খেলে টেস্টে চতুর্থ সেঞ্চুরির দেখা পান জাদেজা। নাইটওয়াচম্যান কুলদীপ যাদবকে নিয়ে দিনের খেলা শেষ করেন জাদেজা। ৯টি চার ও ২টি ছক্কায় ২১২ বলে ১১০ রানে অপরাজিত আছেন জাদেজা। ১ রানে অপরাজিত কুলদীপ।

এ ম্যাচ দিয়ে ইংল্যান্ডের ১৬তম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলার মাইফলক স্পর্শ করেন স্টোকস।

 

একুশে সংবাদ/এস কে

Link copied!