বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করেছে বিসিবি। এদিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ছবি শেয়ার করেছে দেশের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। যেখানে হাবিবুল বাশার ছাড়াও বিসিবি পরিচালক ও নারী উইং কমিটির চেয়ারম্যান শফিউল আলম চৌধুরি এবং নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি উপস্থিত ছিলেন।
এর আগে দীর্ঘদিন জাতীয় দলের নির্বাচকের দায়িত্ব পালন করেছেন টাইগারদের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। মিনহাজুল আবেদীন নান্নুর নেতৃত্বাধীন প্যানেলে নির্বাচকের দায়িত্ব পালন করা বাশারকেই পরবর্তী প্রধান নির্বাচক হিসেবে ভেবেছিলেন অনেকে। কিন্তু মেয়াদ শেষে তাদের সঙ্গে নতুন করে চুক্তি করেনি বিসিবি।
সেসময়ই বিসিবি সভাপতি পাপন জানিয়েছিল, নান্নু-বাশারকে নতুন দায়িত্ব দেওয়া হবে।বিসিবির নতুন দায়িত্ব পেয়েই গণমাধ্যমকে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন হাবিবুল বাশার। তিনি বলেন, ‘এটা অনেক বড় একটি দায়িত্ব। নারী ক্রিকেটাকে আরও এগিয়ে নিতে চাই।’
তিনি আরো বলেন, ‘চ্যালেঞ্জিং অবশ্যই। কেননা নারী ক্রিকেটে কিন্তু অনেক চ্যালেঞ্জ আছে। সেটা নিয়ে কাজ করতে হবে। এ ছাড়া নারী জাতীয় দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে এ বছর। আমার মনে হয় জাতীয় দল নয় পুরো নারী ক্রিকেটটাই আমার মূল ফোকাস।’
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :