AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ধর্ষণের অভিযোগে ব্রাজিল তারকার সাড়ে ৪ বছরের কারাদণ্ড


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৪:৩১ পিএম, ২২ ফেব্রুয়ারি, ২০২৪
ধর্ষণের অভিযোগে ব্রাজিল তারকার সাড়ে ৪ বছরের কারাদণ্ড

ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় ব্রাজিলিয়ান কিংবদন্তি দানি আলভেজকে সাড়ে ৪ বছরের কারাদণ্ড দিয়েছেন স্পেনের আদালত। বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন তিনজন বিচারকের প্যানেল। খবর দ্য ডেইলি টেলিগ্রাফের।

ব্রিটিশ সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, বার্সেলোনা ও প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি) সাবেক খেলোয়াড় আলভেজকে সাড়ে ৪ বছরের কারাদণ্ড দিয়েছেন কাতালুনিয়ার উচ্চ আদালত। সেইসঙ্গে তাকে দেড় লাখ ইউরো পরিশোধের কথাও বলা হয়েছে। তবে চাইলে তিনি এ রায়ের বিরুদ্ধে আপিলও করতে পারবেন।

প্রসঙ্গত, ২০২২ সালের ডিসেম্বরে বার্সেলোনার একটি নাইটক্লাবে এক নারীকে ধর্ষণের অভিযোগ ওঠে আলভেজের বিরুদ্ধে। সেই অভিযোগের সত্যতা খুঁজে পেয়েছেন বার্সেলোনার আদালত।

যৌন নিগ্রহের অভিযোগ প্রমাণিত হওয়ায় আলভেজকে এ শাস্তি দিয়েছেন স্পেনের আদালত।

বার্সেলোনার আদালত রায়ে বলেন, ‘ভুক্তভোগী সম্মতির কোনো প্রমাণ পাওয়া যায়নি। বাদীর করা ধর্ষণের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।’

এর আগে বার্তা সংস্থা এপি জানিয়েছিল, তার (আলভেজ) বিরুদ্ধে আনিত অভিযোগে আইনজীবীরা এবার ১২ বছরের কারদণ্ডের আবেদন করেছেন। এর আগে তারা ৯ বছরের কথা জানালেও এখন তারা মনে করছেন দণ্ড আরো বাড়ানো উচিত। সেই সঙ্গে দেড় লাখ  ইউরোর ক্ষতিপূরণও দাবি করা হয়েছিল ভুক্তভোগীর পক্ষ থেকে।

এদিকে মানসিকভাবে ভেঙে পড়া এই ব্রাজিলিয়ান কিংবদন্তি জেলেই আত্মহত্যা করতে পারেন বলেও সন্দেহ অনেকের। সে কারণে  অ্যান্টি সুইসাইড প্রটোকল চালু করেছে জেল কর্তৃপক্ষ। স্প্যানিশ সংবাদমাধ্যম টিভি চ্যানেল ‘টেলেসিনকো’র অনুষ্ঠান ‘ফিয়েস্তা’কে এ কথা জানিয়েছেন কারাগারে আলভেজের সঙ্গে একই কক্ষে থাকা আরেক কয়েদি।
একুশে সংবাদ/এস কে

Link copied!