চলমান বিপিএলে দুর্দান্ত ভাবে শুরু করেছিল খুলনা টাইগার্স। প্রথম চার ম্যাচ জিতে আশা জাগিয়েছিল প্লে-অফ খেলার। তবে পরের সাত ম্যাচে মাত্র একটিতে জয় পেয়েছে বিজয়ের দল। এতে প্লে-অফ থেকে ছিটকে গেছে তারা। লিগ পর্বের শেষ ম্যাচে সিলেটকে ১২৯ রানের লক্ষ্য দিয়েছে খুলনা।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) টস জিতে খুলনাকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় সিলেট। ব্যাটিংয়ে নেমে ভালো শুরু করে খুলনা। তবে ইনিংস বড় করতে পারেনি এনামুল হক বিজয়। ৯ বলে ১০ রান করে বোল্ড আউট হন তিনি। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেনি হাবিবুর রহমানও। ১৪ বলে ৩ রান করে আউট হন তিনি।
হাবিবুরের পর ১২ বলে ১১ রান করে আউট হন মাহমুদুল হাসান জয়। কিন্তু পিচের এক প্রান্ত আগলে রেখে রান তুলতে থাকেন আফিফ হোসেন। ৩১ বলে নিজের ফিফটি পূরণ করেন এই বাঁহাতি ব্যাটার। ৩৫ বলে ৫২ রান করে সাজঘরে ফেরেন তিনি।
৬ বলে ৮ রান করে জেসন হোল্ডার আউট হলে পাঁচ উইকেট হারিয়ে চাপে পড়ে খুলনা। এরপর খুলনা শিবিরে হাল ধরেন ওয়েন পারনেল। ১৪ বলে ২১ রানের ইনিংস খেলে আউট হন তিনি।
১৮তম ওভারের প্রথম বলে বেনি হা্ওয়েলকে উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারি লাইনে ধরা পড়েন নাহিদুজ্জামান। ৮ বলে ১১ রান করেন এই ডান হাতি ব্যাটার। শেষ পর্যন্ত আরিফ আহমেদের ৪ রান এবং রুবেলের ১০ বলে ৬ রানে ভর করে আট উইকেট হারিয়ে ১২৮ রানের লড়াকু পুঁজি পায় খুলনা।
সিলেট স্ট্রাইকার্সের হয়ে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন বেনি হা্ওয়েল। শাফিকুল ইসলাম ও তানজিম সাকিব দুটি করে উইকেট নেন। এ ছাড়া সামিত প্যাটেল এক উইকেট শিকার করেন।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :