টানা পাঁচ জয়ের পর ঘরের মাঠে ফুলহ্যামের হেরে গেল ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্রাফোর্ডে প্রিমিয়ার লীগের ম্যাচে শেষ মুহূর্তের নাটকীয়তায় ২-১ ব্যবধানে হারে এরিক টেন হাগের দল।ঘরের মাঠে প্রথামার্ধে বল পজিশন ধরে রেখে বেশ কয়েকটি আক্রমণ করলেও গোলের দেখা পায়নি ইউনাইটেড।অন্যদিকে সুযোগ সৃষ্টি করলেও তা কাজে লাগাতে পারেনি ফুলহ্যাম। গোলশূন্য সমতায় শেষ হয় প্রথামার্ধ।
দ্বিতীয়ার্ধের ৬৫তম মিনিটে এগিয়ে দেন ক্যালভিন ব্যাসে। কর্নার থেকে দ্বিতীয়বারের চেষ্টায় ইউনাইটেড গোলরক্ষকে ফাঁকি দেন এই নাইজেরিয়ান লেফটব্যাক। এই গোলেই জয় নিশ্চিত হতে চলেছিল ফুলহ্যামের। তবে নির্ধারিত সময়ের মিনিটখানেক বাকি থাকতে ফুলহ্যাম গোলরক্ষকের ভুলের সুযোগ নিয়ে ইউনাইটেডকে সমতায় ফেরান ডিফেন্ডার হ্যারি ম্যাগুয়ার।
নিশ্চিত ড্রয়ের দিকে এগুনো ম্যাচে এরপরেও বাকি ছিল চমক। ৯৭ তম মিনিট ফুলহ্যামের মিডফিল্ডার আলেক্স আইয়ুবী গোলে রোমাঞ্চকর এক জয় তুলে নেয় ফুলহ্যাম। এই জয় ক্লাবটি জন্য ঐতিহাসিক বটে। ২০০৩ সালের পর ইউনাইটেডের মাঠে এটাই প্রথম জয় ফুলহ্যামের।
এই হারের পর ২৬ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের ছয়ে ইউনাইটেড। সমান ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে ১২তম ফুলহ্যাম।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :