হাঁটুর ইনজুরির কারনে তিন থেকে চার সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন টটেনহ্যাম ফরোয়ার্ড রিচার্লিসন। স্পার্স বস আনগে পোস্তেকোগ্লু এই তথ্য নিশ্চিত করেছেন।
২৬ বছর বয়সী এই ব্রাজিলিয়ান উল্ফসের বিপক্ষে ২-১ গোলের পরাজয়ের ম্যাচটিতে ইনজুরিতে পড়েন। এবারের মৌসুমে প্রিমিয়ার লিগে ২২ ম্যাচে ১০ গোল করেছেন রিচার্লিসন।
পোস্তেকোগ্লু বলেছেন, ‘বিষয়টি হতাশাজনক। কারন সে এবারের মৌসুমে আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে নিজেকে প্রমান করেছে। তাকে নিয়েই আমাদের সব পরিকল্পনা ছিল।’
রিচার্লিসনের ৯টি গোলই এসেছে শেষ ১০ ম্যাচে।সাম্প্রতিক সময়ে টটেনহ্যাম ইনজুরির সাথে লড়াই করে চলেছে। ইতোমধ্যেই ইনজুরির কারনে দলের বাইরে রয়েছে ডিফেন্ডার পেড্রো পোরো ও রায়ান সেসেগনন। এর মধ্যে সেসেগনন এ সপ্তাহে হ্যামস্ট্রিং অস্ত্রোপচারের কারনে মৌসুমের বাকি সময়ের জন্য ছিটকে গেছেন। যদিও এ সপ্তাহে ইনজুরি কাটিয়ে অনুশীলনে ফিরেছেন ফুল-ব্যাক ডেস্টিনি উদোগি।
প্রিমিয়ার লিগে এই মুহূর্তে চতুর্থ স্থানে থাকা এ্যাস্টন ভিলার থেকে পাঁচ পয়েন্ট পিছিয়ে পঞ্চম স্থানে রয়েছে টটেনহ্যাম।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :