AB Bank
ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জুতার ব্যবসায় নাম লিখলেন সাকিব


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৬:৫৫ পিএম, ৩ মার্চ, ২০২৪
জুতার ব্যবসায় নাম লিখলেন সাকিব

জাতীয় দলের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান আগে থেকেই নানা রকম ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।এবার সাকিবের ব্যবসার তালিকায় যুক্ত হচ্ছে জুতার ব্যবসা। স্টেপ ফুটওয়্যারের যৌথ উদ্যোগে বাজারে আসছে পরিধেয় সামগ্রীর ব্র্যান্ড ‘শাহ ৭৫’।  

জানা গেছে, এই ব্র্যান্ডের অধীনে পরিধেয় সামগ্রী উৎপাদন, বিপণন ও বাজারজাত করবে স্টেপ ফুটওয়্যার। দেশব্যাপী স্টেপ ফুটওয়্যারের ৯৫টি শোরুমে এসব পণ্য পাওয়া যাবে। স্টেপ ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে শামীম বলেন, রোববার রাজধানীর একটি হোটেলে যৌথ উদ্যোগে আনুষ্ঠানিকভাবে নতুন ব্র্যান্ডের নাম ঘোষণা করা হবে। এতে সাকিব ও স্টেপ ফুটওয়্যারের সমান অংশীদারিত্ব থাকবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্টেপ ফুটওয়্যার নিজেরা এই ব্র্যান্ডের অধীনে কিছু জুতা উৎপাদন করবে। বাকি পণ্য দেশ-বিদেশ থেকে সংগ্রহ করবে। পণ্যগুলো স্টেপের শোরুম থেকে বিক্রি হবে। এই ব্র্যান্ডের অধীনে জুতা, স্যান্ডেল, বুট, ব্যাট, প্যাড, ক্রীড়ার পোশাক ও পরিধেয় নানা সামগ্রী পাওয়া যাবে।

বর্তমানে নরসিংদীতে স্টেপ ফুটওয়্যারের তিনটি কারখানা রয়েছে। এসব কারখানার দুটিতে ট্রলি, ব্যাগ ও ব্যাকপ্যাক তৈরি হয়। আরেক কারখানায় তৈরি হয় জুতা তৈরির সরঞ্জাম। সবগুলো কারখানাতেই পুরোদমে উৎপাদন চলছে।

একুশে সংবাদ/এস কে

Link copied!