AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লিভারপুলের নাটকীয় জয়


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৭:০৬ পিএম, ৩ মার্চ, ২০২৪
লিভারপুলের নাটকীয় জয়

ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) নাটকীয় এক জয় পেয়েছে লিভারপুল। অতিরিক্ত সময়ের শেষ মিনিটের গোলে নটিংহ্যাম ফরেস্টকে ১-০ ব্যবধানে হারিয়েছে অলরেডরা। দলের হয়ে জয়সূচক গোলটি করেন ফরোয়ার্ড ডারউইন নুনেজ।ম্যাচের ১৮ মিনিটে প্রথম সুযোগ পায় লিভারপুল। তবে ডি বক্সে লুইস দিয়াসের হেড রুখে দেন নটিংহ্যাম ডিফেন্ডার। ২৩ মিনিটে পাল্টা আক্রমণে অ্যান্থনি এলাঙ্গার প্রচেষ্টা নস্যাৎ করেন অলরেড গোলরক্ষক কুইভেন কেলাহার। খানিক পর আবার সুযোগ পায় লিভারপুল। এবার ববি ক্লার্কের চেষ্টা ভেস্তে দেন নটিংহ্যাম ডিফেন্ডার।

দ্বিতীয়ার্ধের শুরুতে আরেকটি সুযোগ আসে লিভারপুলের সামনে। তবে বক্সে অ্যান্ডি রবার্টসনের শট গোলরক্ষকের পা ছুঁয়ে বাইরে চলে যায়। ৬০ মিনিটে তার বদলি নামেন নুনেজ। মুহূর্তেই সুযোগও পান তিনি। কিন্তু দুরূহ কোণ থেকে পাশের জালে জড়ান শট।

৭৬ মিনিটে হার্ভে এলিয়টের পরিবর্তে আসেন সোবোসলাই। এতে গতি পায় লিভারপুর। আক্রমণও সাজায় তারা। কিন্তু ৮৩ মিনিটে তার শট আটকে দেন নটিংহ্যামের রক্ষণসেনা। তাতে নির্ধারিত সময়ে কোনো ফলাফল আসেনি। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

শেষ মিনিটে কর্নারে বক্সে নুনেজের হেড জালে জড়ানোর উপক্রম হয়েছিল। কিন্তু দারুণ দক্ষতায় এক হাতে তা ফিরিয়ে দেন নটিংহ্যাম গোলকিপার। তাতে বাঁশি বাজানোর প্রস্তুতি নেন রেফারি। ঠিক সেই সময় বক্সের বাইরে থেকে গোলমুখে ক্রস দেন আলেক্সিস ম্যাক আলিস্টার।

এ সময় লাফিয়ে উঠে হেডে তা জালে পাঠান নুনেজ। আর এতে অবিশ্বাস্য জয়ে উল্লাসে মাতেন লিভারপুল সমর্থকরা।  এ জয়ে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে গেল ইয়ুর্গেন ক্লপের দল।

একুশে সংবাদ/এস কে

Link copied!