ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। টি-২০ সংস্করণ দিয়ে শুরু করে ওয়ানডে ও টেস্ট সিরিজ খেলবে দুদল। বিভিন্ন ঘটনাপ্রবাহে দুই দলের মধ্যে একটা প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয়ে গেছে। সেই আগুনে ঘি ঢেলেছে বিশ্বকাপে অ্যাঞ্জেলো ম্যাথিউজের ‘টাইমড আউট’ বিতর্ক। সেই বিতর্কের পর এই প্রথমবার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-শ্রীলংকা।
তিন ম্যাচ সিরিজের প্রথম টি-২০ ম্যাচ গড়াবে আগামীকাল, সিলেটে। যেখানে নিজেদের ফেভারিট মানছেন শ্রীলংকার প্রধান কোচ ক্রিস সিলভারউড।
ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘অবশ্যই আমি বলব শ্রীলংকা ফেভারিট। তবে আমি আগেও বলেছি, দুটি দলই ভালো যারা এই সিরিজ জেতার জন্য চেষ্টা করবে। কারণ আমরা সবাই এখন বিশ্বকাপের জন্য তৈরি হচ্ছি। তাই আমরা নিশ্চিত করতে চাই যে আমরা সেরা ক্রিকেট খেলতে যাচ্ছি। আমি আশা করছি এটা খুব প্রতিদ্বন্দ্বিতামূলক হবে।’
দুই দলের তিক্ততা আর প্রতিদ্বন্দ্বিতাকে ‘অতীত’ মনে করছেন সিলভারউড। তার কথায়,‘প্রথমত, আমি আশা করছি দুই দলের মধ্যে খুব প্রতিযোগিতামূলক সিরিজ হবে। অতীতে যা হয়েছে সেটা ইতিহাস, এখন তা চলে গেছে। আমাদের যা করতে হবে তা হল আমাদের সামনে যা আছে তার ওপর মনোনিবেশ করা। দুই দলেই কিছু বিপজ্জনক খেলোয়াড় আছে। তাই আমি মনে করি দারুণ মজা হবে।’
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :