AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এলিট লিস্টে ইংল্যান্ডের সদস্য সব থেকে বেশি


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৭:২৯ পিএম, ৬ মার্চ, ২০২৪
এলিট লিস্টে ইংল্যান্ডের সদস্য সব থেকে বেশি

টেস্ট ক্রিকেটের ইতিহাসে বিরল এক মুহূর্তের সাক্ষী থাকতে চলেছে ক্রিকেট বিশ্ব। একদিনের ব্যবধানে চারজন ক্রিকেটার নিজেদের কেরিয়ারের ১০০তম টেস্ট ম্যাচে মাঠে নামছেন। ফলে ১০০ টেস্ট ক্লাবের সদস্য সংখ্যা একলাফে বেড়ে দাঁড়াচ্ছে ৮০-তে।

বৃহস্পতিবার থেকে শুরু হতে চলা ভারত-ইংল্যান্ড ধরমশালা টেস্টে একই সঙ্গে ১০০-টেস্ট ক্লাবের সদস্য হচ্ছেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন এবং ইংল্যান্ডের জনি বেয়ারস্টো। অন্যদিকে শুক্রবার থেকে শুরু হতে চলা নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া ক্রাইস্টচার্চ টেস্টে ১০০ ম্যাচের গণ্ডি ছুঁয়ে ফেলবেন দুই কিউয়ি তারকা কেন উইলিয়ামসন ও টিম সাউদি। 

অন্ততপক্ষে ১০০টি টেস্ট খেলা ক্রিকেটারের সংখ্যা সব থেকে বেশি ইংল্যান্ডের। যদিও সব থেকে বেশি টেস্ট ক্রিকেটারের সংখ্যাও বেশি তাদেরই। জনি বেয়ারস্টোকে ধরলে ইংল্যান্ডের ১৭জন ক্রিকেটার ১০০ টেস্ট ক্লাবের সদস্য। এখনও পর্যন্ত ইংল্যান্ডের টেস্ট ক্যাপ হাতে পেয়েছেন ৭১২ জন।

এই নিরিখে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। এখনও পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে টেস্টে প্রতিনিধিত্ব করেছেন মোট ৪৬৬ জন ক্রিকেটার, যাঁদের মধ্যে ১৫ জন ১০০-র বেশি টেস্ট ম্যাচ খেলেছেন।

ভারত রয়েছে তালিকার তৃতীয় স্থানে। ভারতের হয়ে মোট ৩১৩ জন ক্রিকেটার এখনও পর্যন্ত টেস্টে প্রতিনিধিত্ব করেছেন। ধরমশালায় দেবদূত পাডিক্কালের টেস্ট অভিষেক হলে তিনি হবেন ভারতের ৩১৪ নম্বর টেস্ট ক্রিকেটার। অশ্বিনকে মিলিয়ে টিম ইন্ডিয়ার মোট ১৪জন ক্রিকেটার ১০০ টেস্ট ক্লাবের সদস্য।

একুশে সংবাদ/এস কে

Link copied!