ইউরোপা লিগে আজ স্পার্তা প্রাগের বিপক্ষে মাঠে নামবে লিভারপুল। এই ম্যাচের আগে স্বস্তির খবর হচ্ছে, লিভারপুল তারকা মোহামেদ সালাহ দীর্ঘদিনের ইনজুরির সমস্যা কাটিয়ে অনুশীলনে ফিরেছেন।
যদিও প্রাগের বিপক্ষে সালাহ খেলবেন কিনা সেটা কোচ না জানালেও, লিভারপুলের ভক্তদের জন্য এটি স্বস্তির খবরই বটে। কারণ, সামনে দুইটি বড় ম্যাচের আগে সালাহ ফেরায় দলের শক্তি বৃদ্ধি পেয়েছে।
গত মাসে ব্রেন্টফোর্ডের বিপক্ষে লিগ ম্যাচের পর হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন সালাহ। তার আগে একই ইনজুরিতে প্রায় এক মাস মাঠের বাইরে ছিলেন লিভারপুলের মিশরীয় এই তারকা। তবে মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে অনুশীলনে ফিরেছেন ৩১ বছর বয়সী এই ফরোয়ার্ড।
ইউরোপা লিগের শেষ ষোলোতে চেক প্রজাতন্ত্রের ক্লাব স্পার্তা প্রাগের বিপক্ষে বৃহস্পতিবার মাঠে নামবে লিভারপুল। এরপর রোববার লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে খেলবে অল রেডরা। যে ম্যাচটি লিগ শিরোপা নির্ধারণী ম্যাচও হতে পারে লিভারপুলের জন্য।
রোববারের ম্যাচের কথা মাথায় রেখে হয়তো আজ প্রাগের বিপক্ষে সালাহকে মাঠে নামাবেন না লিভারপুল কোচ ক্লপ। যদিও প্রাগের বিপক্ষে সালাহকে নিয়েই ২৩ সদস্যের দল ঘোষণা করেছে তারা।
এদিকে প্রিমিয়ার লিগে ২৭ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ম্যানচেস্টার সিটি। আর ৬১ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আর্সেনাল।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :