টি-২০ সিরিজ শেষে এবার ওয়ানডে ফরম্যাটে শ্রীলংকার বিপক্ষে লড়বে বাংলাদেশ দল।শ ওয়ানডে সিরিজ জয়ের লক্ষ্যেই মাঠে নামবে স্বাগতিকরা।তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সিরিজের প্রথম দুইটি ম্যাচ শুরু হবে দুপুর আড়াইটায়। তবে শেষ ম্যাচটি শুরু হবে সকাল ১০ টায়। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৩, ১৫ ও ১৮ মার্চ।
টি-২০ সিরিজ থেকে পাওয়া আত্মবিশ্বাস ওয়ানডেতে কাজে লাগবে বলে মনে করেন শান্ত। সিরিজের শেষ টি-২০ ম্যাচের পর সংবাদ সম্মেলনে টাইগার অধিনায়ক বলেন, ‘যদি পুরো সিরিজের দিকে তাকান, আমরা ভালো ক্রিকেট খেলেছি।’
তিনি আরো বলেন, ‘এই ম্যাচে বিশেষ করে রিশাদ, তাসকিন ও মেহেদীর ব্যাটিং সত্যি খুশি হওয়ার মতো। এই সিরিজ থেকে আমরা অনেক আত্মবিশ্বাস পেয়েছি, কিন্তু ওয়ানডে ভিন্ন ফরম্যাট। তবুও আমাদের পুরো ভাবনা এখন সেদিকে।’
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :