চলতি মৌসুমে চোটের থাবায় লম্বা একটা সময় মাঠের বাইরে ছিলেন কেভিন ডি ব্রুইন। তবে ইনজুরি থেকে মাঠে ফেরার পর থেকেই ছিলেন দারুণ ছন্দে। মাত্র ১০ ম্যাচেই ৮ গোলে অবদান রেখেছেন ম্যানচেস্টার সিটির এই বেলজিয়ান মিডফিল্ডার।সিটিজেনদের ডেরায় দুর্দান্ত পারফর্ম করে ডি ব্রুইন ডাক পেয়েছিলেন মার্চে অনুষ্ঠেয় বেলজিয়ামের হয়ে প্রীতি ম্যাচের দলেও। কিন্তু ইনজুরিতে ফের মাঠের বাইরে ছিটকে গেছেন তিনি।
আসন্ন আন্তর্জাতিক বিরতিতে বেলজিয়ামের হয়ে খেলা হচ্ছে না ডি ব্রুইনের। কুঁচকিতে হালকা চোট থাকায় আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দুটিতে খেলা হচ্ছে না তার।
গত বছরের আগস্টে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ার পর পাঁচ মাস মাঠের বাইরে ছিলেন ডি ব্রুইন। এরপর গত জানুয়ারিতে ইনজুরি থেকে ফেরার পর থেকেই সিটির জন্য একের পর এক গোলে অবদান রেখে যাচ্ছিলেন।
তবে গত রোববার (১০ মার্চ) লিভারপুলের বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের ম্যাচে তাকে ম্যাচ শেষ হওয়ার আগেই মাঠ থেকে তুলে নেন পেপ গার্দিওলা, যা তার মোটেও পছন্দ হয়নি। মাঠেই কোচের সিদ্ধান্তে বিরক্তি প্রকাশ করতে দেখা গেছে তাকে। এরপরই তার কুঁচকির ইনজুরির বিষয়টি প্রকাশ্যে এলো। তারপরেই তাকে বেলজিয়ামের স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে।
বিষয়টি নিয়ে বেলজিয়ামের কোচ ডমিনিক তেদেস্কো বলেন, ‘সে (ডি ব্রুইন) গত ম্যাচে কুঁচকিতে সামান্য চোট নিয়ে খেলেছে। আমি চিকিৎসক এবং ডি ব্রুইনের সঙ্গে কথা বলেছি, আমাদের মনে হয়েছে এখানে ঝুঁকিটা অনেক বেশি। তার চেয়ে ম্যানসিটিতে তাকে সেরে উঠতে সময় দেওয়াটা ভালো এবং ইউরোর জন্য তৈরি হওয়ার সুযোগও।’
প্রসঙ্গত, আগামী ২৩ মার্চ আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বেলজিয়াম। এরপর ২৭ মার্চ দ্বিতীয় প্রীতি ম্যাচে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :