শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ। সিরিজের প্রথম ওয়ানডেতে ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন সৌম্য সরকার। কিন্তু দ্বিতীয় ওয়ানডেতে ঠিকই ঘুরে দাঁড়িয়ে টিম ম্যানেজমেন্টের আস্থার প্রতিদান দিয়েছেন তিনি। সেই সঙ্গে স্পর্শ করেছেন নতুন মাইলফলক।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি বাংলাদেশ-শ্রীলংকা। যেখানে ব্যাট হাতে ব্যক্তিগত অর্ধশতক করে সাজঘরে ফিরেছেন সৌম্য সরকার। আর তাতেই নিজের ওয়ানডে ক্যারিয়ারে দুই হাজার রান পূরণ করেছেন তিনি।
এদিন সৌম্য ৫২ বলে স্পর্শ করেছেন ফিফটি। অর্ধশতকের পথে মেরেছেন ৯টি চার। ফিফটির মতো এবারও মাইলফলকে গিয়েছেন চার মেরেছেন।
সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলার আগে সৌম্যর রান ছিল ১৯৪৪। ৫৬ রান করে সেটা নিয়ে গিয়েছেন ২ হাজারের ঘরে। তবে শেষ পর্যন্ত ৬৮ রানে থামতে হয়েছে এ টাইগার ওপেনারকে।
নিজের ৬৪তম ইনিংসে এসে দুই হাজার রান স্পর্শ করেছেন সৌম্য সরকার। ১২ অর্ধশতক ছাড়াও আছে ৩ শতক। ৩৪ ছুঁইছুঁই গড়ে নিজেদের ক্যারিয়ার সাজিয়েছেন এই অলরাউন্ডার।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :