AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টারে

বার্সেলোনার প্রতিপক্ষ পিএসজি, রিয়ালের ম্যানসিটি


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৭:২৫ পিএম, ১৫ মার্চ, ২০২৪
বার্সেলোনার প্রতিপক্ষ পিএসজি, রিয়ালের ম্যানসিটি

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের আনুষ্ঠানিক ড্র অনুষ্ঠিত হয়েছে। যেখানে কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ম্যানচেস্টার সিটিকে।গত মৌসুমে সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল এই দুদল। সেই দেখায় কার্লো আনচেলত্তির দলকে রীতিমতো উড়িয়ে দেয় ম্যানচেস্টার সিটি। দুই লেগ মিলিয়ে ৫-১ গোলে জিতে ফাইনালে উঠে শিরোপাখরা কাটায় পেপ গার্দিওলার শিষ্যরা।

এছাড়া স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার প্রতিপক্ষ কিলিয়ান এমবাপ্পের পিএসজি। এই দুদলেরও আছে রোমাঞ্চকর ইতিহাস। গত মৌসুমে শেষ ষোলোয় মুখোমুখি হয়েছিল তারা, যেখানে পিএসজি দুই লেগ মিলিয়ে জয় পায় ৫-২ গোলের বড় ব্যবধানে।

অপরদিকে বুন্দেসলিগা জায়ান্ট বায়ার্ন মিউনিখ খেলবে ইংলিশ জায়ান্ট আর্সেনালের বিপক্ষে। আর অ্যাথলেটিকো মাদ্রিদের প্রতিপক্ষ বরুশিয়া ডর্টমুন্ড।

আগামী ৯ ও ১০ এপ্রিল হবে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচগুলো। দ্বিতীয় লেগ মাঠে গড়াবে ১৬ ও ১৭ এপ্রিল। সেমিফাইনালের প্রথম লেগ দেখা যাবে ৩০ এপ্রিল ও ১ মে, দ্বিতীয় লেগ হবে ৭ ও ৮ মে। ওয়েম্বলি স্টেডিয়ামে ফাইনাল মাঠে গড়াবে ১ জুন।

একুশে সংবাদ/এস কে


 

Link copied!