AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শুরুতেই ৩ উইকেট হারাল অস্ট্রেলিয়া


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
১০:২৬ এএম, ২১ মার্চ, ২০২৪
শুরুতেই ৩ উইকেট হারাল অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে নেমেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। যেখানে বল হাতে দারুণ শুরু করেছে টাইগ্রেসরা। প্রথম পাওয়ার প্লের মাঝে অজিরা হারিয়েছে তিনটি উইকেট।মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৪ ওভারে তিন উইকেটে ৩৯ রান সন্নগ্রহ করেছে অস্ট্রেলিয়া।

দুই দেশের মধ্যকার প্রথম ওয়ানডেতে টস জিতে অজিদের ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। বল হাতে শুরুতেই সাফল্য পায় স্বাগতিকরা। নিজের করা প্রথম বলেই ফোবে লিচফিল্ডকে বোল্ড করেন সুলতানা খাতুন।

সুলতানার দ্বিতীয় শিকারে পরিণত হয়ে বিপদজনক এলিস পেরি আজ মাত্র ২ রানে সাজঘরে ফেরেন। একপ্রান্ত আগলে রানের খাতা সচল রেখেছিলেন অধিনায়ক আলিসা হিলি। তাকে ফেরান মারুফা আক্তার মনি। ব্যক্তিগত ২৪ রানে উইকেটের পিছে ক্যাচ দেন এ ওপেনার।

২০২২-২৫ আইসিসি ওমেন্স চ্যাম্পিয়নশিপের অধীনে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে দুই দলের মাঠের লড়াই শুরু হবে। দ্বিপাক্ষিক সিরিজ হলেও এই ম্যাচ বাড়তি গুরুত্ব পাচ্ছে।

প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজে বাংলাদেশে এসেছে অস্ট্রেলিয়া। এর আগে কেবল ২০১৪ সালে টি-২০ বিশ্বকাপেই অংশ নিতে ঢাকায় এসেছিল অজি নারী দল।

একুশে সংবাদ/এস কে

Shwapno
Link copied!