AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আইপিএল শুরুর আগেই নিজেদের সেরা স্পিনার হারাল রাজস্থান


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১২:২০ পিএম, ২২ মার্চ, ২০২৪
আইপিএল শুরুর আগেই নিজেদের সেরা স্পিনার হারাল রাজস্থান

আইপিএল ২০২৪ শুরুর আগের দিনে জোরালো ধাক্কা খেল রাজস্থান রয়্যালস শিবির। ব্যক্তিগত কারণে আইপিএল ২০২৪ থেকে নাম তুলে নিলেন রাজস্থানের নির্ভরযোগ্য বিদেশি তারকা। অজি স্পিনার অ্যাডাম জাম্পা এবছর আইপিএল খেলতে আসবেন না বলে খবর ইএসপিএন ক্রিকইনফোর। 

জাম্পাকে ২০২৩ আইপিএলের আগে দেড় কোটি টাকার বিনিময়ে দলে নেয় রাজস্থান রয়্যালস। আইপিএল ২০২৪-এর আগে অজি তারকাকে স্কোয়াডে ধরে রাখে তারা। যদিও জাম্পাকে স্কোয়াডে রিটেন করেও লাভ হল না রয়্যালসের। শেষ পর্যন্ত তাঁকে ছাড়াই নতুন মৌসুমে মাঠে নামতে হবে রাজস্থানকে।

জাম্পা বেশ কিছুদিন যাবৎ একটানা ক্রিকেট খেলে চলেছেন। বিগ ব্যাশ লিগ ছাড়াও অস্ট্রেলিয়ার হয়ে ভারত, ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে মাঠে নেমেছেন তিনি। স্বাভাবিকভাবেই বিশ্বকাপের সময় থেকে পরিবারের সঙ্গে সময় কাটানোর পর্যাপ্ত সুযোগ পাননি অজি তারকা। সেই কারণেই এবছর আইপিএল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন জাম্পা।

রাজস্থানের স্কোয়াডে রবিচন্দ্রন অশ্বিন ও যুজবেন্দ্র চাহালের মতো দু‍‍`জন সর্বোচ্চ মানের ভারতীয় স্পিনার রয়েছেন। তা সত্ত্বেও ২০২৩ আইপিএলের ৬টি ম্যাচে মাঠে নামার সুযোগ পেয়ে যান জাম্পা। সেই ৬টি ম্যাচে সাকুল্যে ৮টি উইকেট সংগ্রহ করেন অ্যাডাম। স্বাভাবিকভাবেই রাজস্থানের কাছে গুরুত্বপূর্ণ সেনানি হিসেবেই বিবেচিত হচ্ছিলেন জাম্পা।

রজস্থান রয়্যালসের আগে অ্যাডাম জাম্পা আরসিবি ও রাইজিং পুণে সুপারজায়ান্টের হয়ে আইপিএল খেলেছেন। সার্বিকভাবে ২০টি আইপিএল ম্যাচে মাঠে নেমে অজি স্পিনার সংগ্রহ করেছেন ২৯টি উইকেট। সেরা বোলিং পারফর্ম্যান্স ১৯ রানে ৬ উইকেট।

জাম্পার আগে রাজস্থান রয়্যালসের স্কোয়াড থেকে ছিটকে গিয়েছেন তারকা ভারতীয় পেসার প্রসিধ কৃষ্ণা। অস্ত্রোপচারের পর থেকে মাঠের বাইরে রয়েছেন প্রসিধ। যদিও রাজস্থান রয়্যালস এখনও পর্যন্ত প্রসিধ কৃষ্ণা অথবা অ্যাডাম জাম্পার পরিবর্ত ক্রিকেটার খুঁজে নেয়নি। এমনকি অ্যাডাম জাম্পার ছিটকে যাওয়ার খবরও সরকারিভাবে রাজস্থান শিবিরের তরফে জানানো হয়নি। টুর্নামেন্ট শুরুর আগের দিনও রাজস্থানের স্কোয়াডে নাম রয়েছে জাম্পার।

অ্যাডাম জাম্পা এখনও পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে ৮০টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে মাঠে নেমেছেন। তিনি সংগ্রহ করেছেন ৯২টি উইকেট। সার্বিকভাবে ঘরোয়া ও আন্তর্জাতিক মিলিয়ে মোট ২৫৭টি টি-২০ ম্যাচ খেলেছেন অ্যাডাম জাম্পা। সংগ্রহ করেছেন ২৯৯টি উইকেট। স্বভাবিকভাবেই টি-২০ ম্যাচ খেলার বিস্তর অভিজ্ঞতা থাকা জাম্পা ছিটকে যাওয়ায় রাজস্থান স্কোয়াডের শক্তি কমল সন্দেহ নেই।


একুশে সংবাদ/এস কে

Link copied!