ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে আজ মুখোমুখি হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রথম দুই ওয়ানডেতে হেরে আগেই সিরিজ হাতছাড়া হয়েছে টাইগ্রেসদের। অন্যদিকে সিরিজ নিশ্চিত হওয়ায় অজিদের জন্য ম্যাচটি স্রেফ আনুষ্ঠানিকতার। তবে ম্যাচটি হারলেই সফরকারীদের কাছে হোয়াইটওয়াশের লজ্জা পাবে নিগার সুলতানার দল।
এমন ম্যাচে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ২৬.২ ওভারে ৮৯ রানেই গুটিয়ে গেছে টাইগ্রেসরা। এতে সফরকারীদের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ৯০ রান।
বাংলাদেশ নারী দলের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন ফারজানা হক ও সুমাইয়া আক্তার। তবে ব্যাট হাতে ব্যর্থ হয়ে ফিরেছেন দুজনেই।
উইকেটে থিতু হয়ে লড়াইয়ের চেষ্টা করলেও সফল হতে পারেননি টাইগ্রেস দলপতি নিগার সুলতানা (১৬)। এদিন ব্যাট হাতে দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি স্বাগতিকদের ৭ জন ব্যাটার।
যদিও শেষ মুহূর্তে সুলতানা (১০) মারুফা আক্তারের অপরাজিত ১৫ রানে ৮৯ রানে থামে বাংলাদেশের ইনিংস। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ তিনটি করে উইকেট শিকার করেন কিম গার্থ ও অ্যাশলেঘ গার্ডনার।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :