সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে শ্রীলংকার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। সিরিজের প্রথম টেস্ট হেরেছে টিম টাইগার্স। স্বাভাবিকভাবেই তাদের চোখ এখন সিরিজ সমতায়। অন্যদিকে দ্বিতীয় টেস্ট জিতে সিরিজ শিরোপা ঘরে তুলতে মুখিয়ে লঙ্কানরা।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলংকা। ম্যাচটি শুরু হবে সকাল ১০টায়। খেলা দেখাবে টি-স্পোর্টস ও গাজী টিভি।
শনিবার টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলংকা দলপতি ধনঞ্জয়া ডি সিলভা। এতে আগে ফিল্ডিং করবে স্বাগতিক বাংলাদেশ।
এই ম্যাচে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। দলে ফিরেছেন সাকিব আল হাসান ও অভিষেক হয়েছে হাসান মাহমুদের। দল থেকে বাদ পড়েছেন শরিফুল ইসলাম ও নাহিদ রানা।
অপরদিকে একাদশে এক পরিবর্তন এনেছে শ্রীলংকা। ইনজুরিতে ছিটকে যাওয়া কাসুন রাজিথার পরিবর্তে দলে এসেছেন আসিথা ফার্নান্দো।
বাংলাদেশ একাদশ: মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, সাকিব আল হাসান, শাহাদাত হোসেন দিপু, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ ও হাসান মাহমুদ।
শ্রীলংকা একাদশ: দিমুথ করুণারত্নে, নিশান মাদুস্কা, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, দিনেশ চান্দিমাল, ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, প্রভাত জয়াসুরিয়া, আসিথ ফার্নান্দো, লাহিরু কুমারা ও বিশ্ব ফার্নান্দো।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :